ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৫ ১৪৩১

ফারুক হত্যা মামলায় আবারও সাংসদ রানার জামিন নামঞ্জুর

প্রকাশিত : ০৬:১১ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৬ সোমবার | আপডেট: ০৩:০০ পিএম, ২৮ মার্চ ২০১৭ মঙ্গলবার

টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমদ হত্যা মামলায় আবারও টাঙ্গাইল-৩ আসনের সাংসদ আমানুর রহমান খান রানার জামিন নামঞ্জুর করেছে আদালত। সোমবার বিকেলে অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক আবুল মনসুর মিয়া এ আদেশ দেন। এমপি রানার জামিন চেয়ে সোমবার তার আইনজীবিরা আবার ওই একই আদালতে জামিন প্রার্থনা করে। বিজ্ঞ আদালত উভয়পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন। গত ১৯ সেপ্টেম্বর সাংসদ আমানুর রহমান খান রানা টাঙ্গাইল অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতে আত্মসর্মপন করে জামিন চাইলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান। পরে তাকে প্রথমে টাঙ্গাইল জেলা হাজতে ও পরে নিরাপত্তার জন্য গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানো হয়।