ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

ক্ষমতা দীর্ঘায়িত করার ষড়যন্ত্রের অভিযোগ করেছেন বিএনপি নেতারা

প্রকাশিত : ০৬:৫৮ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৬ সোমবার | আপডেট: ০২:৫৩ পিএম, ২৮ মার্চ ২০১৭ মঙ্গলবার

সার্চ কমিটির নামে পছন্দের নির্বাচন কমিশন গঠন করে সরকার ক্ষমতা দীর্ঘায়িত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। অন্যদিকে সর্বদলীয় সার্চ কমিটি গঠনের পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর এমাজউদ্দিন আহমদ। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বিএনপির ঢাকা জেলা কমিটির প্রথম সভা ও পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করা হয় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে। সভায় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গনতন্ত্র ফিরিয়ে আনতে দলীয় বিভেদ ভূলে সংগঠনকে শক্তিশালী করতে হবে। আর নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি, সরকার দলীয় লোকদের পদায়নের  নতুন কৌশল বলে মন্তব্য করেন তিনি। জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক আতাউস সামাদ স্মরণ সভায় বিএনপিপন্থী বুদ্ধিজীবী ডক্টর এমাজউদ্দিন আহমদ বলেন, নির্বাচন সুষ্ঠু করতে কমিশনকে গুরু দায়িত্ব পালন করতে হবে। তাই সার্চ কমিটিতে সব দলের প্রতিনিধি থাকা উচিত। একই আলোচনায় অন্য বক্তারা, প্রধানমন্ত্রীকে গঠনমূলক ও গ্রহনযোগ্য বক্তব্য দেয়ার আহবান জানান।