ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১২ ১৪৩১

সেমিনার করেছে পার্বত্য চট্টগ্রাম পাহারী ছাত্র পরিষদ

প্রকাশিত : ০৬:৫৯ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৬ সোমবার | আপডেট: ০২:৫৩ পিএম, ২৮ মার্চ ২০১৭ মঙ্গলবার

মাতৃভাষায় শিক্ষাব্যবস্থা প্রণয়ন ও পূর্ণ স্বায়ত্বশাষনের লক্ষ্যে সেমিনার করেছে পার্বত্য চট্টগ্রাম পাহারী ছাত্র পরিষদ। সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলণায়তনে “পার্বত্য চট্টগ্রামে ঔপনিবেশিক শিক্ষা, বর্তমান জাতীয় সংকট উত্তরণে ছাত্র-যুব সমাজের ভূমিকা” নিয়ে কথা বলেন বক্তারা। সেমিনারে আলোচকরা বলেন, কোন সরকারই আদিবাসীদের সুবিধা দেয় নি, বরং বাঙ্গালী জাতীয়তাবাদ চাপিয়ে দিয়ে আসছে। অবিলম্বে পাহারীদের মাতৃভাষায় শিক্ষাব্যবস্থা প্রণয়ন করে, স্কুল-কলেজ নির্মাণসহ শিক্ষক বাড়ানোরও দাবী জানানো হয়। সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম পাহারী ছাত্র পরিষদের সভাপতি সিমন চাকমা, ব্যারিস্টার জোর্ত্যমিয় বড়–য়া ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এ কে ফজলুল হক।