ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

বাগেরহাটে লাঠির আঘাতে গৃহবধূ নিহত, ঘাতক ভাসুর আটক

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৩৬ পিএম, ৮ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার | আপডেট: ০৮:৫৩ পিএম, ৮ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

বাগেরহাটে নেশাগ্রস্ত ভাসুরের লাঠির আঘাতে খাদিজা বেগম (২৯) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। পুলিশ ঘাতক ভাসুর কামাল মল্লিক (৪৪)কে আটক করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।       

মঙ্গলবার দুপুর ২টার দিকে জেলার ফকিরহাট উপজেলার নলধাভাগ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খাদিজা আবুল কাসেম মল্লিকের স্ত্রী, পৈত্রিক বাড়ি একই উপজেলার কোদলা গ্রামে। কালাম মল্লিক নলধাভাগ গ্রামের নেছার উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে খাদিজা রান্না করছিল। নেশাগ্রস্ত কামাল মল্লিক খাদিজার সাথে অশ্লীল আচরণ করে। বিষয়টি খাদিজা তার শাশুড়ি হাসিনা বেগমকে জানায়। হাসিনা কামালের কাছে জানতে চাইলে কামাল ক্ষেপে গিয়ে গাছের ঢাল দিয়ে খাদিজার মাথায় বাড়ি দেয়। এতে ঘটনাস্থলেই খাদিজা নিহত হয়।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ জানান, দুপুরে খাদিজার সাথে তার ভাসুর কামালের ঝগড়া হয়। এক পর্যায়ে কামাল গাছের ঢাল দিয়ে খাদিজার মাথায় বাড়ি দেয়। এতে খাদিজা ঘটনাস্থলেই মারা যায়। আমরা খবর শুনে এলাকাবাসীর সহায়তায় কামালকে আটক করেছি। খাদিজার মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

এসি