ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

তুরস্কে রুশ রাষ্ট্রদূত হত্যার বিচার শুরু

প্রকাশিত : ০৯:৩৯ এএম, ৯ জানুয়ারি ২০১৯ বুধবার | আপডেট: ০৯:৪২ এএম, ৯ জানুয়ারি ২০১৯ বুধবার

মাটিতে পড়ে আছেন রুশ রাষ্ট্রদূত পাশে বন্দুকধারীর আস্ফালন

মাটিতে পড়ে আছেন রুশ রাষ্ট্রদূত পাশে বন্দুকধারীর আস্ফালন

তুরস্কে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রে কারলোভকে হত্যায় জড়িত থাকার দায়ে আংকারায় ২৮ ব্যক্তির বিচার শুরু করেছে। ২০১৬ সালের ১৯ ডিসেম্বর আংকারায় আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করার সময় তিনি নিহত হন।

তাকে হত্যা করেন তুরস্কের পুলিশ বাহিনীর সদস্য মেভলুত মের্ত আলতিনতাস। ঘটনার সময়ে আলতিনতাস দায়িত্ব পালনে নিয়োজিত ছিলেন না। ঘটনাস্থলে উপস্থিত তুর্কি বিশেষ বাহিনীর গুলিতে প্রাণ হারায় হত্যাকারী।

১৬ ব্যক্তির বিরুদ্ধে পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড এবং সন্ত্রাস সৃষ্টির অভিযোগ এনেছে। অন্যদিকে ১২ ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যোগসাজশ থাকার অভিযোগ এনেছেন তুর্কি সরকারী কৌসুলি।

অভিযুক্তদের মধ্যে ১৩ ব্যক্তি থানা হাজতে আটক রয়েছেন আর বাকিদের অনুপস্থিতে বিচার চলছে। অনুপস্থিতে যাদের বিচার চলছে তাদের মধ্য অন্যতম হলেন আমেরিকায় স্বেচ্ছা নির্বাসিত কথিত তুরস্কের ধর্মীয় নেতা ফতেহউল্লাহ গুলেন। তুর্কি সরকারি কৌসুলি অভিযুক্তদের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডসহ নানা শাস্তির দাবি করেছে।

তথ্যসূত্র: পার্সটুডে

এমএইচ/