ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

ভোট পাবেন না মোদি: ইমরান খান

প্রকাশিত : ১১:৩৮ এএম, ৯ জানুয়ারি ২০১৯ বুধবার | আপডেট: ১১:৪২ এএম, ৯ জানুয়ারি ২০১৯ বুধবার

সামনে লোকসভা নির্বাচন। তাই আলোচনায় বসতে চায় না মোদি সরকার। ভোট হাতছাড়া হওয়ার ভয় রয়েছে তাদের। সম্প্রতি তুরস্কের সংবাদ সংস্থা টিআরটি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে পাক প্রধানমন্ত্রী এ কথা বলেন। সোমবার রাতে সম্প্রচারিত হয় তার সাক্ষাৎকারটি।

এসময় দুই দেশের মধ্যে আলোচনা না হওয়ার দায় একা ভারতের ঘাড়েই চাপিয়ে দেন ইমরান খান।

তিনি বলেন, ‘একাধিকবার আলোচনায় বসার প্রস্তাব দিয়েছি আমি। কিন্তু তাতে সাড়া দেয়নি ভারত। বরং সন্ত্রাস এবং আলোচনা একসঙ্গে চলতে পারে না বলে বারবার অজুহাত দেখিয়েছে মোদি সরকার।

ইমরান খান বলেন, ‘তারা শান্তির দিকে এক কদম এগুলো।আমরা দু’কদম এগুতে রাজি আছি।কিন্তু বারবার সেই প্রস্তাব খারিজ করেছে তারা। এপ্রিলে আবার নির্বাচন ভারতে। এই মুহূর্তে বৈঠকের প্রশ্নই ওঠে না। পাকিস্তান বিরোধী মনোভাব বজায় রাখলে তবেই না ভোট মিলবে!’

এর আগে ইসলামাবাদ সন্ত্রাসে মদত জোগাচ্ছে বলে বার বার অভিযোগ তুলছে ভারত। তার জেরে আটকে গেছে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বৈঠক। নাশকতায় ইন্ধন জোগানো বন্ধ না করলে শান্তিপূর্ণ বৈঠক সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে ভারত।

তথ্যসূত্র: আনন্দবাজার

এমএইচ/