ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১

প্রধানমন্ত্রীর সান্নিধ্যে জিতবে আবার নৌকা’র কারিগররা

প্রকাশিত : ০৬:৩৯ পিএম, ৯ জানুয়ারি ২০১৯ বুধবার | আপডেট: ০৯:০৭ পিএম, ৯ জানুয়ারি ২০১৯ বুধবার

শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন, জয় বাংলা, জিতবে আবার নৌকা। নির্বাচনের আগে সারাদেশের মাঠ ঘাটে, গ্রামে গঞ্জে, হাটে বাজারে সবজায়গায় শোনা গেছে এই গান। নির্বাচনের পরে সেই গানের নেপথ্য কারীগরদের ডেকে পাঠালেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সান্নিধ্যে গেলেন গানটির গীতিকার ও প্রযোজক, শিল্পী, সুরকার ও সংগীতায়োজনের সাথে যারা জড়িত ছিলেন তারা।      

৪ জানুয়ারী (শুক্রবার) বিকাল চারটায় তারা প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন। এসময় গানটির গীতিকার ও প্রযোজক তৌহিদ হোসেন, সুরকার ডিজে তনু, শুভ্র রাহা, শিল্পী সরোয়ার ও জিএম আশরাফ উপস্থিত ছিলেন।     

জিতবে আবার নৌকা গানটির গীতিকার ও প্রযোজক তৌহিদ হোসেন বলেন, প্রধানমন্ত্রীর আন্তরিকতা আমাদের কাজের স্বীকৃতি। আমাদের ভাল লাগছে এই জন্য যে আমরা দেশের স্বার্থে একটি ভাল কাজে থাকার সুযোগ পেলাম।     

জানা যায়, মাসখানেকের কম সময়ে ইউটিউবের বিভিন্ন চ্যানেলে "জয় বাংলা : জিতবে আবার নৌকা" গানটির ভিউয়ার্স হয়েছেন পনের থেকে ষোল কোটি দর্শক। এর আগে অন্য কোন গান এরকম জনপ্রিয়তা পেয়েছে কিনা তা নিয়ে সন্দেহ আছে। তথ্যপ্রযুক্তির কল্যাণে অন্যকোন গান এরকম ভাইরাল হয়নি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।   

দেশের এমন কোন গ্রাম নেই, যেখানে আওয়ামী লীগ প্রার্থীদের পক্ষে নেতা কর্মীরা এ গান বাজায়নি। আওয়ামী লীগের নির্বাচনী থিম সং হিসেবে মানুষের মুখে মুখে স্বীকৃতি পেলেও এই তরুনরাই স্বপ্রণোদিত হয়ে গানটি লেখা থেকে গাওয়া পর্যন্ত সবকাজ সম্পন্ন করেছেন।   

তরুণদের কথা মাথায় রেখে ভাল কিছু করার চিন্তা থেকে একাজ করলেও তখন অবশ্য ভাবেননি এতোটা জনপ্রিয়তা পাবে এই গান। সবার ধারণা পাল্টে দিয়ে হৈচৈ ফেলে দেওয়া গানটির গীতিকার তৌহিদ হোসেন। সুর করেছেন ডিজে তনু ও শুভ্র রাহা। আর কন্ঠ দিয়েছেন সরোয়ার ও জিএম আশরাফ।      

গানটির গীতিকার ও প্রযোজক তৌহিদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী আমাদের কাজের খুব প্রশংসা করেছেন। এরকম ভাল কাজ আরও বেশি বেশি করার জন্য উৎসাহিত করেছেন। তৌহিদ হোসেন বলেন, আমরা এখন থেকে নিয়মিত ভাবে সরকারের উন্নয়নমূলক কাজগুলো জনগণের সামনে তুলে ধরব।     

আআ//এসি