ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

শিক্ষামন্ত্রী ও উপ-মন্ত্রীকে ইবি ভিসি’র অভিনন্দন

প্রকাশিত : ১০:০৯ পিএম, ৯ জানুয়ারি ২০১৯ বুধবার

বাংলাদেশ সরকারের নতুন মন্ত্রিসভার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী (ড. রাশিদ আসকারী)।

প্রেরিত অভিনন্দন বার্তায় ভাইস চ্যান্সেলর ড. রাশিদ আসকারী বলেন, এই দু’জন অভিভাবকের নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা পরিবার এক নতুন উচ্চতায় অধিষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর শিক্ষামন্ত্রী শিক্ষার গুণগতমান উন্নয়নের যে প্রত্যয় ব্যক্ত করেছেন তা বাস্তবায়নে ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। 

ভাইস চ্যান্সেলর ছাড়াও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শাহিনুর রহমান এবং ট্রেজারার প্রফেসর ড. মো. সেলিম তোহা নতুন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।  

কেআই/এসি