ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

বাংলাদেশে লামুদি অধিগ্রহণ করেছে বিপ্রপার্টি ডটকম

প্রকাশিত : ১১:০৭ পিএম, ৯ জানুয়ারি ২০১৯ বুধবার

প্রপার্টি পোর্টাল লামুদি ডটকম ডটবিডি অধিগ্রহণ করেছে বিপ্রপার্টি ডটকম। মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন বিপ্রপার্টি ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক নসওয়ার্দি।

বিপ্রপার্টির মাধ্যমে বাংলাদেশের রিয়েল এস্টেট সেবাগুলো একত্রিত করাই লামুদি অধিগ্রহনের প্রধান উদ্দেশ্য বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

এই অধিগ্রহনের মাধ্যমে বাংলাদেশে বিপ্রপার্টি ডটকমের উদ্ভাবনীয় এবং শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট সেবাগুলো আরও শক্তিশালী হবে। এখন থেকে লামুদি ডটকম ডটবিডির গ্রাহক এবং রিয়েল এস্টেট ডেভেলপাররা বিপ্রপার্টি ডটকমের সব সেবা ব্যবহার করতে পারবেন।

কিছুদিন আগে এই অধিগ্রহন বিষয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি হয়েছে। মঙ্গলবার সেই অধিগ্রহনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে মার্ক নসওয়ার্দি বলেন, বাংলাদেশের রিয়েল এস্টেট খাতে এই চুক্তিটি এক মাইলফলক।

“বাংলাদেশের রিয়েল এস্টেট খাতে গত কয়েক বছরে দ্রুততার সাথে গুরুত্বপূর্ণ স্থানে পৌঁছে গেছে বিপ্রপার্টি ডটকম। এই খাতে গ্রাহকরা যেন প্রপার্টি সম্পর্কিত যেকোনো প্রয়োজনে নিজের পছন্দমতো সিদ্ধান্ত নিতে পারেন সেটাই বিপ্রপার্টির মূল লক্ষ্য। আর লামুদি অধিগ্রহণের ফলে আমাদের সেই লক্ষ্য আরও একধাপ এগিয়ে গেল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ভাড়া দেয়া ও বিক্রি করার জন্য বর্তমানে ২৫ হাজারের বেশি প্রপার্টির তথ্য বিপ্রপার্টি ডটকমের ওয়েবসাইটে দেয়া আছে। ফলে গ্রাহকরা সহজে তাদের পছন্দমতো প্রপার্টি বেছে নেয়ার সুবিধা পাচ্ছেন। বাড়িওয়ালারাও সহজেই তাদের বাড়ি বিক্রি বা ভাড়া দেয়ার সুযোগ পাচ্ছেন।

আরকে//