৮ ফেব্রুয়ারি থেকে জার্মানিতে শুরু হচ্ছে অ্যাম্বিয়েন্তে
প্রকাশিত : ১১:২৪ পিএম, ৯ জানুয়ারি ২০১৯ বুধবার
আগামী ফেব্রুয়ারিতে জার্মানিতে অনুষ্ঠিত হচ্ছে অ্যাম্বিয়েন্তে। মেসে ফ্রাঙ্কফুর্ট আয়োজিত ৮ থেকে ১২ ফেব্রুয়ারির এই প্রদর্শনী বিশ্বের অন্যতম বিখ্যাত একটি বাণিজ্য প্রদর্শনীই শুধু নয়, বরং ডাইনিং, কুকিং, গৃহসজ্জার উপকরণ, ফার্নিশিং এবং অলঙ্করণের জিনিস, ইন্টেরিওর ডিজাইন, উপহার সামগ্রী, গয়না এবং ফ্যাশন এক্সেসরিজের প্রদর্শনী হিসেবে সবচেয়ে পরিচিতি লাভ করেছে।
অ্যাম্বিয়েন্তে ফ্রাঙ্কফুর্ট ২০১৮ তে প্রায় ৪ হাজার ৩৭৬ জন প্রদর্শক অংশ নেয়। সারাবিশ্বের ১৬ টি দেশ থেকে আসা ১ লাখ ৩৪ হাজার ৬শ’ জন দর্শক এতে অংশ নেন। কনজিউমার পণ্য, ডাইনিং, কাটলারি, উপহার সামগ্রী, ল্যাম্প এবং অন্যান্য গৃহসজ্জার জন্য প্রয়োজনীয় পণ্যের আমদানিকারকদের অ্যাম্বিয়েন্তে অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এখানে আমদানিকারকেরা পাবেন বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্যের প্রদর্শনী, যেমন চীন, ভারত, তাইওয়ান, ইন্দোনেশিয়া, এবং থাইল্যান্ড এর সাথে সাথে ইটালি, স্পেন, যুক্তরাষ্ট্রে, যুক্তরাজ্য, ফ্রান্স, তুরস্ক এবং জার্মানির পণ্য সামগ্রী। বাংলাদেশ থেকেও শাইনপুকুর, মুন্নু সিরামিক, আরএফএল প্লাষ্টিক, বাংলাক্রাফট এ প্রদর্শনীতে অংশ নিচ্ছে।
আরকে//