ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

ওয়ার্ল্ড পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগিয়েছে বাংলাদেশ

প্রকাশিত : ০৬:১২ পিএম, ১০ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

ওয়ার্ল্ড পাসপোর্ট সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। আগের বছরের চেয়ে তিন ধাপ এগিয়ে এবার বাংলাদেশের অবস্থান ৯৭তম।    

যৌথভাবে এই একই অবস্থানে আছে লেবানন, লিবিয়া ও দক্ষিণ সুদান। ২০১৯ সালের হেনলি পাসপোর্ট ইনডেক্সে সূচকে এ কথা বলা হয়েছে।      

এতে বলা হয়েছে, ৪১টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার আছে বাংলাদেশীদের। বুধবার ওই সূচক প্রকাশ হয়েছে। এ সূচকে প্রতিবেশী দেশগুলোর মধ্যে পাকিস্তানের অবস্থান ১০২তম।     

সারাবিশ্বের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া কয়টি দেশে যাতায়াতের সুযোগ পান তারই র‌্যাংকিং হলো হেনলি পাসপোর্ট ইনডেক্স। ২০১৯ সালের সবচেয়ে প্রভাবশালী পাসপোর্ট নির্বাচিত হয়েছে জাপান।

এশিয়ার এই দেশের নাগরিকরা ১৯০টি রাষ্ট্রে ভিসা ছাড়াই যেতে পারেন। বিশ্বের আর কোনও দেশের পাসপোর্টধারীদের জন্য এমন সুবিধা নেই। ফলে জাপান একাই শীর্ষে আছে তালিকায়। গত বছর ১৮৯টি দেশে ভিসা ছাড়া যাতায়াতের সুবিধা থাকায় সিঙ্গাপুরের সঙ্গে যৌথভাবে এক নম্বরে ছিল দেশটি। এবার মিয়ানমারের কাছ থেকে ভিসামুক্ত যাতায়াতের সুবিধা যোগ হওয়ায় সিঙ্গাপুরকে হটিয়ে সবার ওপরে উঠে গেলো জাপান।    

নতুন বছরে বিশ্বের সবচেয়ে দুর্বল পাসপোর্ট ইরাক ও আফগানিস্তানের। এ দুটি দেশের নাগরিকরা মাত্র ৩০টি দেশে ভিসা ছাড়া যেতে পারেন। তাদের অবস্থান ১০৪ নম্বরে। কম সুযোগ-সুবিধা পাওয়া পাসপোর্টধারীদের মধ্যে সোমালিয়ার ৩২টি (১০৩তম), পাকিস্তানের ৩৩টি (১০২তম), ইয়েমেনের ৩৭টি (১০১তম), ইরিত্রিয়ার ৩৮টি (১০০তম), ফিলিস্তিন ও সুদানের ৩৯টি দেশে (৯৯তম) ভিসা ছাড়া যাতায়াতের সুযোগ আছে।  

২০১৯ সালের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট   

১. জাপান (১৯০)
২. সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া (১৮৯)
৩. জার্মানি, ফ্রান্স (১৮৮)
৪. ডেনমার্ক, ফিনল্যান্ড, ইতালি, সুইডেন (১৮৭)
৫. লুক্সেমবুর্গ, স্পেন (১৮৬)
৬. অস্ট্রিয়া, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র (১৮৫)
৭. বেলজিয়াম, কানাডা, গ্রিস, আয়ারল্যান্ড (১৮৪)
৮. চেক প্রজাতন্ত্র (১৮৩)
৯. মালটা (১৮২)
১০. অস্ট্রেলিয়া, আইসল্যান্ড, নিউজিল্যান্ড (১৮১)
    
এসি