নভোএয়ার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে টিকেটে ছাড়
প্রকাশিত : ০৮:৩৭ পিএম, ১০ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
সপ্তম বর্ষে পদার্পন করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। এ উপলক্ষ্যে নভোএয়ার এর ফ্রিকোয়েন্ট ফ্লায়ারস প্রোগ্রাম “স্মাইলস” গ্রাহকদের জন্য টিকেটের মূল্যে ১০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। সম্মানিত গ্রাহকদের ৯ থেকে ৩১ জানুয়ারীর এর মধ্যে নভোএয়ার এর বিক্রয় কেন্দ্র থেকে টিকেট ক্রয় করতে হবে, অফারটির মেয়াদ ৩১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত। নভোএয়ার যাত্রীদের বিশেষ সুবিধা দিতে বাংলাদেশে সর্বপ্রথম “স্মাইলস” ফ্রিকোয়েন্ট ফ্লায়ারস প্রোগ্রাম চালু করে।
৬ষ্ঠ বর্ষ পূর্তি উপলক্ষ্যে সারাদেশব্যাপী ট্রাভেল এজেন্সীর কর্মকর্তা ও যাত্রীদের সঙ্গে কেক কেটে ও নানা আয়োজনের মাধ্যমে উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে নভোএয়ার এর ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, সময়ানুযায়ী ফ্লাইট পরিচালনা ও সেবার সর্বোচ্চ মান নিশ্চিত করে এরই মধ্যে নভোএয়ার নিরাপদ ভ্রমণে যাত্রীদের কাছে বিশ্বস্ততা অর্জন করেছে। এ সাফল্য বজায় রেখে ৭ম বছরে পদার্পন এর অঙ্গীকার হবে, আমাদের সম্মানিত যাত্রী চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্য সম্প্রসারণ, বহরে আরও উড়োজাহাজ সংযোজন এর মাধ্যমে উন্নত যাত্রী সেবা নিশ্চিত করা।
এসএইচ/