ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫,   পৌষ ২১ ১৪৩১

তোমার স্বপ্নের চেয়ে তুমি যে অধিক পিতা

আসাদ মান্নান

প্রকাশিত : ১০:০৮ পিএম, ১০ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

তোমাকে পাহাড়ে দেয় সারাক্ষণ অনিবার্য মৃত্যুর ফেরেস্তা;
কবর তোমাকে পেতে কী নির্মম অপেক্ষায় তোমার পাশেই
সর্বদা হা করে থাকে!চেয়ে চেয়ে দ্যাখে কখন দায়িত্ব শেষে
দেবদূত চলে যাবে অন্যদিকে-অন্য কোনো শিকারের কাছে।

জল্লাদের হাতে ধরা রশিটাও বহু দিন ধরে গুণতে থাকে
কখন আসবে সেই যুগশ্রেষ্ঠ কয়েদির অন্তিম প্রহর;
দিন যায় মাস যায় দুঃসময় স্থির যেন ঘড়ির কাঁটায়
বিধ্বস্ত ভাটিজ ভুমি ডুবে থাকে এক রক্তাক্ত উপত্যকায়।

এটা কোন কল্পকথা কিংবা কোন পাতালের রুপকথা নয়
তোমার না থাকা নিয়ে তুমি ছিলে সবখানে গোপন বারুদ
অগ্নিদগ্ধ জনপদে কী দারুণ সাহসী তোমার সন্তানেরা
মৃত্যুর বিরুদ্ধে এসে দলে দলে দাঁড়িয়েছে সে বারুদ বুকে;
রক্তে ভাসে নীলপদ্ম,অকাতরে কত প্রাণ ঝরে পথে ঘাটে;
শোকের বিছানা পেতে পড়ে থাকে বিধবার করুণ কঙ্কাল;
ধর্ষিতা মা ও মেয়ের আর্তনাদে অমাবস্যা নেমে আসে,আর
শোকার্ত মায়ের চোখে দিন আসে সুর্যহীন ভোরের আকাশে
বিজয়ের রথে চড়ে সূর্য এলো,তবু যেন বিজয় অপূর্ণ।

সেদিন যদিও উড়ে পতাকার সাথে সাথে উড়ে প্রাণের উল্লাস;
উল্লাসে ছিল না প্রাণ,কণ্ঠে কণ্ঠে গান সুরহীন,
আলো ছিল-আলোর ভেতরে তভ্য একটুকরো অন্ধকার ছিল?
সেদিন ছিল না কেউ আলো থেকে দূর করে সেই অন্ধকার।

যাঁর নামে মাতৃভূমি গায়ে দেয় অবিনাশী রক্তের পোশাক
প্রসন্ন নদীর জলে কে আবার তার নামে নৌকা বেয়ে যাবে?
শত্রুকে তাড়ালো যারা তারা আজ তুমিহীন নিরানন্দে থাকে–
তোমার স্বপ্নের চেয়ে তুমি যে অধিক প্রিয় পিতা সন্তানের চোখে।

কী করে তোমাকে ছাড়া নিজয়ের মহোৎসবে পাহাড় সমুদ্র
বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেনের রক্ত বুকে দুর্বিনীত মহানন্দা নদী
গাছপালা তরুলতা জঙ্গলের পশুপাখি বাউল সাধক
সবাই মিলিত স্বরে গৌরবের জয়ধ্বনি দেবে - জয় বাংলা।

অপেক্ষার তসবি হাতে জায়নামাজে বসে আছে তোমার সন্তান-
পিতা!তুমি ফিরে আসবে প্রকৃত বিজয়ী বীর যোদ্ধার পোশাকে।
(অতঃপর) কত গিরি নদীপথ পেরিয়ে তুমি এলে স্বপ্নের মতন;
যেন মাঠে সোনা ফলে কৃষকের হাসি জমে ধানের গোলায়
ফিনিক্স পাখির মত চিতাভস্মে জেগে ওঠে তোমার স্বপ্নের
দুঃখিনী সোনার বাংলা- শহীদের রক্তজাত প্রিয় বাংলাদেশ।