ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

চাষী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত : ০৮:৪৪ এএম, ১১ জানুয়ারি ২০১৯ শুক্রবার | আপডেট: ০১:৩২ পিএম, ১২ জানুয়ারি ২০১৯ শনিবার

একুশে পদকপ্রাপ্ত চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। ২০১৫ সালের এই দিনে তিনি মারা যান। ১৯৪১ সালের ২৩ অক্টোবর বিক্রমপুরের শ্রীনগর থানার সমষপুর গ্রামে তার জন্ম।

১৯৫৫ সালে ভারতের জামশেদপুরের টাটানগরে নির্মিত একটি প্রামাণ্যচিত্রে প্রথম অভিনয় করেন প্রখ্যাত এই নির্মাতা। ১৯৬০ সালে ফতেহ লোহানীর সঙ্গে আসিয়া সিনেমাতে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। এরপর কাজ করেন ওবায়েদ উল হকসহ আরও অনেকের সঙ্গে। অভিনয়ও করেন কয়েকটি চলচ্চিত্রে। ১৯৭২ সালে পরিচালনা করেন বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম পূর্ণাঙ্গ সিনেমা ‘ওরা ১১ জন’। চাষী নজরুল ইসলাম সব মিলিয়ে ৩৫টির মতো ছবি নির্মাণ করেছেন।

তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হন। চাষী নজরুল ইসলাম চারবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি ছিলেন।

তার মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন সামাজিক-সাংস্কৃৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে আজ শুক্রবার সকালে সমষপুর গ্রামে তার কবরে পুষ্পস্তবক অর্পণ।
এসএ/