যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে ২০ মৃতদেহ উদ্ধার
প্রকাশিত : ০১:২৬ পিএম, ১১ জানুয়ারি ২০১৯ শুক্রবার | আপডেট: ০১:৪৪ পিএম, ১১ জানুয়ারি ২০১৯ শুক্রবার
যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী নুইভো লারেদো শহরের কাছে ২০টি মৃতদেহ উদ্ধার করেছে মেক্সিকো কর্তৃপক্ষ। বুধবার ওই মৃতদেহগুলো উদ্ধারের কথা জানানো হয়। দেশটির একজন নিরাপত্তা কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা জানান, দক্ষিণের রাজ্য টামাউলিপাসের মিগুয়েল আলেমান এলাকায় উদ্ধার হওয়া মৃতদেহগুলোর মধ্যে ১৭টি অগ্নিদগ্ধ ছিল। মৃতদেহগুলোর পাশে পাঁচটি অগ্নিদগ্ধ গাড়িও ছিল।
তবে মৃতদেহগুলোর পরিচয় বা কীভাবে এ ঘটনা ঘটেছে এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেয়নি ওই কর্মকর্তা।
বলা হচ্ছে, মেক্সিকোর টামাউলিপাস রাজ্যটি সবচেয়ে সহিংসতা কবলিত রাজ্য। এখানে প্রায় সমই এরকম ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে আধিপত্য এবং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে এই সহিংসতার ঘটনা ঘটে থাকতে পারে।
এদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদার বলেছেন, হত্যার ঘটনা কি করণে ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। অচিরেই এ ব্যাপারে প্রতিবেদন দাখিলে করতে বলা হয়েছে।
তথ্যসূত্র: দ্যা ইন্ডিপেন্ডেন্ট
এমএইচ/