ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ডোনাল্ড ট্রাম্পকে হারিয়েছেন হিলারি ক্লিনটন

প্রকাশিত : ০৫:৫৯ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০২:৩৯ পিএম, ২৮ মার্চ ২০১৭ মঙ্গলবার

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রথম বিতর্কে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারিয়েছেন ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন। সকালে ওই বিতর্ক শেষ হওয়ার পরপরই সিএনএন ওআরসির এক জরিপে উঠে আসে এমন তথ্য। বির্তকে দেশের কর ব্যবস্থা, কর্মসংস্থান, পররাষ্ট্রনীতিসহ নানা ইস্যু নিয়ে বাকযুদ্ধ হয় দুই প্রার্থীর মধ্যে। প্রথমবারের মতো ঐতিহাসিক প্রেসিডেন্সিয়াল বিতর্কে একই মঞ্চে ডেমোক্র্যাটিক দলের হিলারি আর রিপাবলিকান দলের ট্রাম্প। নিউইয়র্কের হফস্ট্রা বিশ্ববিদ্যালয়ে ৯০ মিনিট ধরে চলে বাকযুদ্ধ। পুরোটা সময় একে অপরকে বাক্যবাণে ঘায়েল করার চেষ্টা চালিয়ে যান। বিতর্কে হিলারি পররাষ্ট্রমন্ত্রী থাকার সময়ই জঙ্গি সংগঠন আইএস সৃষ্টি হয়েছে, বলে দাবি করেন ট্রাম্প। ধীরে ধীরে বিস্তৃতি পাওয়া এ আইএসকে দমন করতে হিলারি ব্যর্থ বলে জানান তিনি। তবে ছেড়ে কথা বলেননি হিলারি ক্লিনটন। প্রতিটি প্রশ্নের কড়া জবাব দেন। ট্রাম্পের বর্ণবাদী আচরণ আর আয়কর বিবরণী প্রকাশ না করার বিষয়টি তুলে ধরেন । এর বিপরীতে খুব ভাল যুক্তি তুলে ধরতে পারেননি ট্রাম্প। বিতর্কে পররাষ্ট্রনীতি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন তারা। ট্রাম্প মনে করেন, উত্তর কোরিয়ার সাথে মার্কিন সম্পর্ক ভালো করতে চীন সহায়তা দরকার। জাপানসহ বিভিন্ন দেশকেও মূল্য দেয়া উচিত বলে জানান তিনি। আর হিলারী বলেন, ক্ষমতায় আসলে পারমানবিক যুদ্ধ ঘটতে সময় লাগবে না। এসময় অস্ত্র আইনের বিষয়টি তুলে ধরেন হিলারি। তবে বরাবরের মতো বিরোধীতা করেন ট্রাম্প। এদিকে বির্তক শেষ হওয়ার পর সংবাদ মাধ্যম সিএনএন প্রকাশ করে জরিপ তথ্য। যাতে দেখা যায় ৬২ শতাংশ জনগণ মনে করেন বির্তকে জয়ী হয়েছেন হিলারি। আর ২৭ শতাংশ মনে করেন ট্রাম্প জয়ী হয়েছেন।