ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

‘চারুকারু’ প্রশিক্ষণ কোর্সের শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান

প্রকাশিত : ০৯:৪৩ পিএম, ১১ জানুয়ারি ২০১৯ শুক্রবার | আপডেট: ১০:৩৩ পিএম, ১১ জানুয়ারি ২০১৯ শুক্রবার

 

বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোরের বেনাপোলে ‘চারুকারু’ প্রশিক্ষণ কোর্সের চারুবর্ণ আর্ট সেন্টারের ৩০ শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়েছে।

শুক্রবার চারুবর্ণ আর্ট সেন্টারের পরিচালক মহাসিন হোসেন হৃদয়ের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবদিগন্ত প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক আবু তালহা, বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ইন্তাজুর রহমান, চারুবর্ণ আর্ট সেন্টারের শিক্ষক অবনিশ মন্ডল, ‘আমরা বেনাপোলের বাসিন্দা’ সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সেলিম রেজা, সাধারন সম্পাদক সাইদুর রহমান।

অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন ‘আমরা বেনাপোলের বাসিন্দা’র সদস্য মুশফিকুর রহমান সাকিব ও মেহেদী হাসান প্রান্ত।

উল্লেখ্য, ২০১৮-১৯ সালের (১ম ব্যাচ) হতে বেনাপোলে চারুবর্ণের (নবদিগন্ত প্রি ক্যাডেট, গাজীপুর মডেল স্কুল ও আইডিয়াল কিন্ডার গার্টেন) শাখার ৩০ জনকে চারুকারু প্রশিক্ষন কোর্সের এক বছরের সার্টিফিকেট প্রদান করা হয়।

কেআই/ এসএইচ/