ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

পাটের ব্যাগ ব্যবহার নিশ্চিত করতে আবার মাঠে নামবে সরকার

প্রকাশিত : ০৫:৫২ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৫:৫২ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৬ মঙ্গলবার

বাধ্যতামূলক পাটের ব্যাগ ব্যবহার নিশ্চিত করতে আবার মাঠে নামবে সরকার। মঙ্গেলবার রাজধানির জুট ডাইভারসিফিকশন সেন্টারে বৈঠক শেষে এমনটাই জানান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মীর্জা আজম এমপি। তিনি বলেন, ছয়টি পন্যের ক্ষেত্রে পাটের বস্তা ব্যবহার প্রায় শতভাগ বাস্তাবয়নের পথে ছিল। কিন্তু কুচক্রি মহল আবারও প্লাষ্টিকের ব্যাগ ব্যবহার শরু করেছে। এমন পরিস্থিতিতে আবার মাঠে নামবে সরকার। পাশাপাশি পেয়াজ, রসুন, আলুর ক্ষেত্রেও পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করার কথা ভাবছে সরকার।