জাটকা সংরক্ষণের লক্ষে এবারও ২রা মার্চ থেকে ৮ই মার্চ পর্যন্ত ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ’ পালিত হবে
প্রকাশিত : ০৬:৫২ পিএম, ২ মার্চ ২০১৬ বুধবার | আপডেট: ০৬:৫২ পিএম, ২ মার্চ ২০১৬ বুধবার
জাটকা সংরক্ষণের লক্ষে প্রতিবছরের মতো এবারও ২রা মার্চ থেকে ৮ই মার্চ পর্যন্ত ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ’ পালিত হবে।
‘জাটকা মাছ বাড়তে দিন, ফিরবে মোদের সোনালি দিন’ এই শ্লোগানে পালিত হচ্ছে এবারের জাটকা সংরক্ষণ সপ্তাহ। সকালে সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক বলেন, দেশের মোট মৎস্য উৎপাদনের ১১ ভাগই ইলিশ। আর জিডিপিতে ইলিশের অবদান এক শতাংশ। এর আগে মৎস্য ভবন থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আবার মৎস্য ভবনে গিয়ে শেষ হয়।