ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

প্রধানমন্ত্রীকে বিশ্ব নেতাদের অভিনন্দন অব্যাহত

প্রকাশিত : ০৮:৫১ এএম, ১৩ জানুয়ারি ২০১৯ রবিবার | আপডেট: ১০:৫৩ এএম, ১৪ জানুয়ারি ২০১৯ সোমবার

চতুর্থবারের মত প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় ক্রোয়েশিয়া ও বেলারুশের প্রধানমন্ত্রীসহ আরও বেশকিছু রাষ্ট্র ও সরকার প্রধানরা শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। সেই সঙ্গে অভিনন্দন জানিয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদু বুহারি।

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পাঠানো এক বার্তায় নাইজেরিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি ও আপনার দলের ঐতিহাসিক নিরঙ্কুশ বিজয় আপনার চমৎকার নেতৃত্ব এবং নাগরিকদের স্বার্থের প্রতি অঙ্গীকারের পাশাপাশি বিগত বছরগুলোতে আপনার নেতৃত্বে অর্জিত অগ্রগতির সাক্ষ্য।’
তিনি বলেন, ‘এটি আপনার সুযোগ্য নেতৃত্বের ওপর বাংলাদেশের জনগণের আস্থা ও বিশ্বাসের সুস্পষ্ট বহিঃপ্রকাশও বটে।’
মোহাম্মদু বুহারি জানান, তার কোনো সন্দেহ নেই যে, প্রধানমন্ত্রীর দৃষ্টান্তমূলক ও দূরদর্শি নেতৃত্বে বাংলাদেশ তার দ্রুত বর্ধনশীল প্রবৃদ্ধি এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবে, যা তার বন্ধুপ্রতীম জনগণকে ইতিবাচকভাবে প্রভাবিত করা অব্যাহত রাখবে।
মোহাম্মদু বুহারি শেখ হাসিনার সুস্বাস্থ্য ও বিপুল সাফল্য কামনা করেন।
অপরদিকে শেখ হাসিনাকে পাঠানো বার্তায় ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেঙ্কোভিচ বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার প্রধান হিসেবে আপনার পুনঃনিয়োগে আমি ক্রোয়েশিয়ার সরকারের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই এবং এই গুরুত্বপূর্ণ ও দায়িত্বপূর্ণ ভূমিকা পালনে আপনার সার্বিক সাফল্য কামনা করছি।’
এছাড়া বেলারুসের প্রেসিডেন্ট সের্গেই রুমাস বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পাঠানো অভিনন্দন বার্তায় বলেন, ‘আমি বিশ্বাস করি যে, এই পদে আপনার কর্মকান্ড দেশের অর্থনৈতিক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা জোরদার এবং জনগণের কল্যাণ নিশ্চিতকরণে ভূমিকা রাখবে।’
এসএ/