ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

কিশোর মাঝি মইনউদ্দিন

‘বন্দে মায়া লাগাইছে’ গেয়ে জয় করেছে হৃদয়

প্রকাশিত : ১১:০৫ এএম, ১৩ জানুয়ারি ২০১৯ রবিবার | আপডেট: ১১:০৮ এএম, ১৩ জানুয়ারি ২০১৯ রবিবার

সুরের দেবতা নিজে থেকেই অনেকের কণ্ঠে অবস্থান করেন। তার কাছে ধনী-দরিদ্রের ভেদাভেদ নেই। কখনো ব্যস্ত সড়কের পাশে কিশোরের গলায়, আবার কখনও সমুদ্র পাগে, আবার কখনও নদীর মাঝির কণ্ঠে সুর তুলে দেন তিনি। এমনই এক ইশ্বার প্রদত্ত কণ্ঠের দেখা পাওয়া গেলো সিলেট জেলায়। সোশ্যাল মিডিয়ায় যার গান ভাইরাল হয়ে গেছে।

আর এই গান শেয়ার করেছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী কবির সুমন। সেই সঙ্গে তিনি লিখেছেন, ‘ধন্য এই মানবজীবন।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে জনপ্রিয় হয়েছে সেই গান। রাতারগুলের উদ্দেশ্যে নৌকা বাইতে বাইতে এক কিশোরের উদাত্ত কণ্ঠে জনপ্রিয় লোকশিল্পী শাহ আব্দুল করিমের ‘বন্দে মায়া লাগাইসে’ গানটি যেন অনুরণিত হচ্ছে প্রকৃতির প্রতিটি কোণে।
গানটি শেয়ার করে কবির সুমন লিখেছেন, ‘ধন্য এই মানবজীবন- এমন গান শুনতে পেলাম, এমন নবীনের রূপ দেখতে পেলাম। ইনিই প্রফেট। ইনিই সুরের উদগাতা। ইনিই সুরের সুর।’
ভিডিওটি থেকে জানা গেছে, সিলেটের ওই কিশোর মাঝি চতুর্থ শ্রেণিতে পড়ে। তার নাম মইনউদ্দিন। নৌকা বাইতে বাইতেই সে পর্যটকদের বিনোদন দিতে গিয়ে গেয়ে ওঠে গান। তেমনই একটি গান রেকর্ড করেছিলেন কয়েকজন তরুণ পর্যটক। আর তা ফেসবুকে প্রকাশ করতেই ভাইরাল হয়ে যায়। 


সূত্র : জি নিউজ
এসএ/