ঢাকা, বুধবার   ১৭ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৩ ১৪৩১

শিগগিরই সংলাপে বসবেন প্রধানমন্ত্রী : কাদের

প্রকাশিত : ১২:৩৯ পিএম, ১৩ জানুয়ারি ২০১৯ রবিবার | আপডেট: ০৩:২৩ পিএম, ১৩ জানুয়ারি ২০১৯ রবিবার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যে ৭৫টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছিলো, শিগগিরই তাদের নিয়ে আবারও গণভবনে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার সকাল সাড়ে ১১টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে যৌথসভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী একথা জানান।

তবে কবে নাগাদ এ সংলাপ হতে পারে সে বিষয়টি স্পষ্ট করেননি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এ সময় কাদের বলেন, ‘সংলাপে আসলে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করতে পারি। বিএনপির প্রতি আমাদের অনুরোধটা রিনিউ করতে পারি। বলতে পারি, সংসদে আসুন। সম্পর্কটা রিনিউ করতে পারি।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যে বিএনপির সঙ্গে জামায়াত রয়েছে, সে বিএনপির সঙ্গে ঐক্য করে ড. কামাল হোসেন ভুল করেছেন। এ স্বীকারোক্তি তিনি যদি দেন, তাহলে জাতি খুশি হবে। বিএনপির সঙ্গে জামায়াত আছে, এটা সবাই জানে। এটা তার জানা ছিলো না।

এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আগামী যে উপজেলা নির্বাচন, তার জন্য সব দলকে এখনই প্রস্তুতি নিতে হবে। এ নির্বাচনে বিএনপি-ঐক্যফ্রন্টসহ অন্যান্য দল আসবে বলে আমরা আশা করি।
তিনি বলেন, আমরা বিরোধী প্রতিপক্ষকে দুর্বল মনে করি না। তারা এলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ভালো লাগে। 
একই সঙ্গে তিনি সোহরাওয়ার্দী উদ্যানে ১৯ জানুয়ারির সমাবেশে ব্যানার ফেস্টুন না নিয়ে আসার আহ্বান জানান।

ওবায়দুল কাদেরের সভাপতিত্বে যৌথসভায় ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলোর সভাপতি, সাধারণ সম্পাদক, দলীয় এমপিসহ জনপ্রতিনিধিরা অংশ নেন।

প্রসঙ্গত, সম্প্রতি পুনর্নির্বাচনের দাবিতে জাতীয় সংলাপের দাবি করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।

এসএ/