ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

সালাহ নৈপুণ্যে লিভারপুলের জয়

প্রকাশিত : ১২:৪৮ পিএম, ১৩ জানুয়ারি ২০১৯ রবিবার | আপডেট: ১২:৫০ পিএম, ১৩ জানুয়ারি ২০১৯ রবিবার

প্রিমিয়ার লিগেই অ্যাওয়ে ম্যাচে ব্রাইটন অ্যান্ড হোব আলবিওনের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে জয় নিয়ে ফিরে এলেন অল রেডরা। গতকালের এই খেলায় মোহামেদ সালাহর নেওয়া পেনাল্টি থেকেই এই জয়সূচক গোলটি আসে। পেনাল্টি পাওয়ার কৃতিত্বটাও সালাহরই।

খেলার ৫০ মিনিটের মাথায় সালাহকে ডি-বক্সের ভেতরে ফাউল করেন প্যাসকল গ্রস। যে কারণে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

ব্রাইটনের মাঠে নেমে ম্যাচের প্রথমার্ধ গত দুই ম্যাচের লিভারপুলকেই দেখছিলেন সমর্থকরা। খুব একটা ভালো খেলছিল না লাল জার্সির দলটি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই মোহামেদ সালাহর ট্রেডমার্ক শটে পেনাল্টি থেকে গোল আদায় করে নেয় লিভারপুর।

এ জয়ের সুবাদে পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে চলে গেল দলটি। এক ম্যাচ কম খেলে ৫০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানসিটি। ৪৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে টটেনহ্যাম।

আজ টটেনহ্যাম মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের। তবে তাতে ভয় নেই লিভারপুলের। ২২ ম্যাচ খেলে এখন ৫৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছেন ইউর্গেন ক্লুপের শিষ্যরা। মরুভূমির মেসি সালাহর পায়ের ওপর ভর করেই যেন এগিয়ে যাচ্ছে লিভারপুল।

এমএইচ/