ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫,   মাঘ ২ ১৪৩১

ম্যারাডোনার সফল অস্ত্রোপচার

প্রকাশিত : ১১:৩৯ এএম, ১৪ জানুয়ারি ২০১৯ সোমবার

শেষ পর্যন্ত অস্ত্রোপচারই করাতে হল কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার। অন্ত্রবৃদ্ধির কারণে তার পাকস্থলীতে অভ্যন্তরীণ রক্তপাত হচ্ছিল। এ মাসেই রুটিন মেডিক্যাল পরীক্ষায় সমস্যাটা ধরা পড়ে।  

এর আগে হাসপাতালে ভর্তি করতে হলেও তখন অস্ত্রোপচার করা হয়নি। শনিবারই ম্যারাডোনার মেক্সিকোয় যাওয়ার কথা ছিল। কিন্তু নতুন করে সমস্যা দেখা দেওয়ায় দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। আর্জেন্টিনার এক হাসপাতালে সব কিছু ঠিকঠাক সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী মাতিয়াস মোরলা।

ম্যারাডোনা এখন মেক্সিকোর দ্বিতীয় ডিভিশন ক্লাব দোরাদো দে সিনালোপায় প্রশিক্ষকের কাজ করছেন। তার আইনজীবী জানিয়েছেন, সুস্থ হলেই কিংবদন্তি ফুটবলার মেক্সিকোর কুলিয়াকানে দ্বিতীয় দফার কাজ শুরু করবেন।

সূত্র: আনন্দবাজার

একে//