ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

নির্বাচন নিয়ে সংলাপের দাবি হাস্যকর: ওবায়দুল কাদের

প্রকাশিত : ০৫:১৭ পিএম, ১৪ জানুয়ারি ২০১৯ সোমবার | আপডেট: ০৫:৫১ পিএম, ১৪ জানুয়ারি ২০১৯ সোমবার

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংলাপের দাবি হাস্যকর বলে ,মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একইসঙ্গে তিনি বলেন, নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের জন্যই রাজনৈতিক দলগুলোর ডেকেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার রাজধানীর একটি অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে তিনি একথা বলেন। একাদশ জাতীয় নির্বাচনে অনিয়ম এবং কাল্পনিক ফলের অভিযোগ এনে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে সংলাপের মাধ্যমে নতুন নির্বাচন দেওয়ার যে দাবি জানানো হয়েছে তা প্রত্যাখ্যান করেছেন ।

তিনি বলেন, নেতাকর্মীদের চাঙ্গা রাখতেই বিএনপি নেতারা মিথ্যা তথ্য দিচ্ছেন। নির্বাচন নিয়ে সংলাপের দাবি হাস্যকর। নির্বাচন নিয়ে দেশে বিদেশে কোনো বিতর্ক নেই, বিএনপির অভিযোগ ধোপে টিকবে না। উন্নত গণতান্ত্রিক দেশগুলো দ্রুততম সময়ে আমাদের প্রধানমন্ত্রীকে সমর্থন জানিয়েছে। কাজেই এ ধরনের দাবি অবান্তর, এর কোন যৌক্তিকতা নেই। এটা তাদের মামাবাড়ির আবদার ছাড়া কিছুই নয়।

টিআর/