ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

জাপা প্রশ্নবিদ্ধ বিরোধী দল হবে না : জি এম কাদের

প্রকাশিত : ০৮:০৯ পিএম, ১৪ জানুয়ারি ২০১৯ সোমবার | আপডেট: ০৮:১৪ পিএম, ১৪ জানুয়ারি ২০১৯ সোমবার

জাতীয় পার্টি প্রশ্নবিদ্ধ বিরোধী দল হবে না বলে জানিয়েছেন দলের কো-চেয়ারম্যান জি এম কাদের। আজ সোমবার দলের চেয়ারম্যানের বনানী কার্যালয়ে রাজশাহী মহানগর জাতীয় পার্টির নেতারা দেখা করতে এলে সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘জাতীয় পার্টি সংসদে বিরোধী দলের প্রকৃত ভূমিকা পালনের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করবে।

রাজশাহীর দলীয় নেতারা সংসদের বিরোধীদলীয় উপনেতা হওয়ায় জিএম কাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘আগামী সাধারণ নির্বাচনের আগে দলকে আরও শক্তিশালী করতে তারা কাজ করবেন।

আগামী দিনগুলোতে বাংলাদেশের রাজনীতিতে জাতীয় পার্টির খুব শক্তিশালী দল হওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।’ জি এম কাদের দাবি করেন, বর্তমান রাজনৈতিক সমীকরণের কারণে অনেক জনপ্রিয় ও প্রতিষ্ঠিত রাজনীতিবিদ ভবিষ্যতে তাদের দলে যোগ দেবেন। তিনি বলেন, ‘অনেক রাজনৈতিক দল ক্রমান্বয়ে নিশ্চিহ্ন হয়ে গেলেও জাতীয় পার্টি মানুষের ভালোবাসায় শক্তিশালী দল হিসেবে টিকে থাকবে।’

রাজশাহী মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোস্তফা রহমান ডালিম, সহ-সভাপতি লুৎফর রহমান, নজরুল ইসলাম, এনামুল হক প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

 

টিআর/