অপরাধী যে দলেরই হোক তাকে সাজা পেতেই হবে: সালমান এফ রহমান
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
প্রকাশিত : ১১:২৯ পিএম, ১৪ জানুয়ারি ২০১৯ সোমবার
ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সালমান রহমান বলেছেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদের সাথে আমাদের কোন আপোষ নাই। দোহার নবাবগঞ্জে এসবের যারা মদদ দিবে তারা আমার কাছে কোন ঠাঁই পাবেনা। অপরাধী যেই দলেরই হোক না কেন তাকে সাজা পেতেই হবে।
সোমবার বিকেলে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক গণসংবর্ধনায় তিনি এ কথা বলেন।
এফ রহমান আরো বলেন, নবাবগঞ্জে আমি ১০৩টি কেন্দ্রে উঠান বৈঠক করতে গিয়ে দেখেছি রাস্তা ঘাটের বেহাল দশা। তাই আমার প্রথম কাজ হবে দ্রুত সময়ের মধ্যে অবহেলিত রাস্তাঘাট নির্মাণ করা। আমি কথা দিচ্ছি, আমার দেওয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো। বেকার যুবকদের সমস্যা সমাধানে এ অঞ্চলে ৮শ’ খাস জমি নিয়ে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলবো।
তিনি আরও বলেন, হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রীষ্টান সকল ধর্মের অনুসারীদের ভোটে আমি সংসদ নির্বাচিত হয়েছি। এ অঞ্চলে সাম্প্রদায়িতার কোন সুযোগ দেওয়া হবে না। মিলেমিশে সকলে এক সাথে বাস করতে হবে। কোন ভূমিদস্যু কারো কোন জায়গা জোর করে দখল করতে পারবে না। আমি নির্বাচনের আগে বলেছি, আমার সাথে দেখা করতে কোন মাধ্যম লাগবে না। আবারও বলছি যে কোন সমস্যা মাধ্যম ছাড়াই আমার কাছে গিয়ে বলবেন।
নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাবেক সংসদ সদস্য আবু মোহাম্মদ সুবেদ আলী টিপু, খন্দকার হারুন অর রশিদ, ইউনিক গ্রুপের চেয়ারম্যান মো. নুর আলী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাবণ্য ভূইয়া, নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মরিয়ম মোস্তফা প্রমুখ। পরে সন্ধ্যায় প্রখ্যাত ব্যান্ড সংগীত জেমস্ গান পরিবেশন করে দর্শক শ্রোতাদের মাতিয়ে তুলেন।
কেআই/এসি