ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

আজ কবি ভাগ্যধন বড়ুয়ার জন্মদিন

প্রকাশিত : ০৮:৩৭ এএম, ১৫ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার | আপডেট: ১১:৩২ এএম, ১৭ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

কবি ভাগ্যধন বড়ুয়ার পঞ্চাশতম জন্মদিন আজ। চট্টগ্রাম থেকে প্রকাশিত ছোটকাগজ ‘খড়িমাটি’র উদ্যোগে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কথামালা, কবিতা ও আড্ডায় কবির জন্মদিন উদযাপন করা হবে। এতে চট্টগ্রামের শিল্পসাহিত্যের বিশিষ্টজন উপস্থিত থাকবেন। একই সঙ্গে ভাগ্যধন বড়ুয়ার কবিতা আবৃত্তি করে তাকে শুভেচ্ছা জানাবেন নন্দিত আবৃত্তিশিল্পীরা।

‘খড়িমাটি’র সম্পাদক মনিরুল মনির এই তথ্য জানান। এতে কবির স্বজন, সুহৃদ, শুভানুধ্যায়ী ও সংস্কৃতিজনদের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
কবি ভাগ্যধন বড়ুয়া ১৯৬৯ সালের ১৫ জানুয়ারি কক্সবাজার জেলার চকরিয়া থানার বিনামারা গ্রামে জন্মগ্রহণ করেন। সতীশ চন্দ্র বড়ূয়া ও বিধু বড়ুয়ার সন্তান ভাগ্যধন বড়ুয়া চকরিয়া পাইলট হাইস্কুল থেকে মাধ্যমিক, চট্টগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে চিকিৎসাবিজ্ঞানে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। তিনি পেশায় একজন শিশুরোগ বিশেষজ্ঞ। তার লেখা প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে অন্যতম হলো- ‘অপর পৃষ্ঠার বৃত্তান্ত’, ‘নদীর নিজস্ব ঘ্রাণ’ ও ‘লাভলেইন’।
এসএ/