আবারও সিএমএইচে ভর্তি এরশাদ
প্রকাশিত : ০৯:১৬ এএম, ১৫ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার | আপডেট: ০২:৪৫ পিএম, ১৫ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
আবারও সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। পার্টির একাধিক সূত্র এতথ্য নিশ্চিত করছেন। এমনকি সেখান থেকেই তিনি পার্টির দাফতরিক কাজ পরিচালনা করছেন।
সূত্র জানিয়েছে, এরশাদের শারীরিক অবস্থা খুবই খারাপ। তিনি উঠে দাঁড়াতে পারছেন না। শনিবার সিএমএইচে ভর্তি হয়। তিনি রক্তে হিমোগ্লোবিনের সমস্যা নিয়ে ভুগচ্ছেন।
সদ্য শেষ হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত ১০ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান ‘অসুস্থ’ এরশাদ। কয়েক দফা ফেরার তারিখ পরিবর্তন করে দেশে আসেন ২৬ ডিসেম্বর রাতে।
পরের দিন বারিধারার প্রেসিডেন্ট পার্কে সংবাদ সম্মেলন করে ঢাকা-১৭ আসন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন সংসদের বিরোধী দলনেতা হুসেইন মুহম্মদ এরশাদ।
এ বিষয়ে পার্টির চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বলেন, স্যারের কোনো সমস্যা নেই। নিয়মিত চেকআপের জন্য সিএমএইচে আছেন। সেখান থেকেই পার্টির দাফতরিক কাজ করছেন।
টিআর/