২০ কর্মদিবসের মধ্যে তথ্য দেয়ার বিধান
প্রকাশিত : ০১:১৬ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৬ বুধবার | আপডেট: ০৩:৫৫ পিএম, ৫ এপ্রিল ২০১৭ বুধবার
তথ্য অধিকার আইনুযায়ী ২০ কর্মদিবসের মধ্যে তথ্য দেয়ার বিধান থাকলেও তা মানা হচ্ছে না। ফলে দিনে দিনে তথ্য চেয়ে আবেদন করার সংখ্যা কমছে। অপর দিকে বাড়ছে তথ্য না পাওয়ার অভিযোগ। দেশের যেকোনো প্রতিষ্ঠান কিংবা ব্যক্তি সম্পর্কে সচ্ছতা প্রমাণে ২০০৯ সালে কার্যকর করা হয় তথ্য অধিকার আইন। কিন্তু সেই আইন নানা আমলাতান্ত্রিক জটিলতা আর সাধারণ মানুষের পক্ষে তথ্য চেয়ে তা পাওয়া কঠিন হওয়ায় দিন দিন এর আবেদন কমতে শুরু করেছে। বিভিন্ন দপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, আইনটি কার্যকর হওয়ার পরের বছর ২০১০ সালে তথ্য চেয়ে আবেদন করা হয় ২৫ হাজার ৪১০টি। কিন্তু এর পরের বছর ২০১১ সালে আবেদন পড়ে ৭ হাজার ৮০৮টি। ২০১২ সালে ১৬ হাজার ৪৭৫, ২০১৩ সালে ১১ হাজার ৭২৭, ২০১৪ সালে ৮ হাজার ৪৪২ এবং ২০১৫ সালে ৬ হাজার ১৮১টি আবেদন জমা পড়ে। এ প্রসঙ্গে প্রধান তথ্য কমিশনার বলেন, তথ্য পেতে দীর্ঘসূত্রতা, বিভিন্ন দপ্তরগুলোর তথ্য দিতে অনীহার কারণে এই আইনের যথাযথ সুফল জনগণ পাচ্ছে না। এদিকে কিছু মাধ্যম অসত্য তথ্য দিচ্ছে বলে অভিযোগ করেছেন স্বয়ং তথ্য মন্ত্রীও। তথ্য কমিশন সূত্র জানায়, তথ্য না পাওয়া বা আংশিক ও ভুল তথ্য দেওয়ার কারণে তথ্য কমিশন ২০১৫ সাল পযন্ত ১ হাজার ৪৫০টি অভিযোগ আমলে নিয়েছে। এর মধ্যে প্রায় ৯০ শতাংশই আবেদন করে তথ্য পাননি।