‘বিএনপি-জামায়াতের মতই প্রতিবেদন দিয়েছে টিআইবি’
প্রকাশিত : ১২:৪২ পিএম, ১৬ জানুয়ারি ২০১৯ বুধবার | আপডেট: ০২:১০ পিএম, ১৬ জানুয়ারি ২০১৯ বুধবার
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যে প্রতিবেদন প্রকাশ করেছে তা প্রত্যাখান করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘এটি ‘বিএনপি-জামায়াতের পক্ষে’ একটি প্রতিবেদন ছাড়া আর কিছুই নয়।’
আজ বুধবার চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে যে বক্তব্য-গবেষণার কথা বলে টিআইবি প্রতিবেদন প্রকাশ করেছে, সেই প্রতিবেদন আর বিএনপির বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য নেই। প্রকৃতপক্ষে বিএনপি-জামায়াতের পক্ষে টিআইবি একটি প্রতিবেদন দিয়েছে মাত্র। অন্য কোনো কিছু নয়।’
হাছান মাহমুদ বলেন, ‘টিআইবির বেশিরভাগ প্রতিবেদন উদ্দেশ্যপ্রণোদিত, ত্রুটিপূর্ণ, একপেশে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’
টিআইবির মত ‘আরও কয়েকটি প্রতিষ্ঠান’ বিভিন্ন সময়ে ‘মনগড়া কল্পকাহিনি’ প্রকাশ করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে বলে মন্তব্য করেন এই আওয়ামী লীগ নেতা।
তিনি বলেন, ‘বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে নিয়ে তারা প্রতিবেদন প্রকাশ করে, বলে তাদের গবেষণাপ্রসূত প্রতিবেদন। আমরা অতীতে দেখতে পেয়েছি, তারা যে গবেষণার কথা বলে, সে গবেষণাগুলো প্রকৃতপক্ষে কোনো সঠিক গবেষণা নয়।’
এসএ/