বাফুফেকে ২৫ লাখ দিচ্ছে কে স্পোর্টস
প্রকাশিত : ০৫:২৮ পিএম, ১৬ জানুয়ারি ২০১৯ বুধবার
বঙ্গবঙ্গু গোল্ডকাপের আদলে বয়সভিত্তিক নারী ফুটবলারদের নিয়ে ছয় জাতির বঙ্গমাতা আন্তর্জাতিক টুর্নামেন্ট হতে চলেছে চলতি বছরের এপ্রিল-মে’তে। ইতোমধ্যে পৃষ্ঠপোষকও পেয়ে গেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অনূর্ধ্ব-১৯ দলের ছয় জাতির এই টুর্নামেন্টের অফিসিয়াল অর্থ যোগান দাতা এখন কে স্পোর্টস।
আনুষ্ঠানিকভাবে আজ (১৬ জানুয়ারি) বুধবার দুপুরে কে স্পোর্টস চুক্তি করেছে বাফুফের সঙ্গে।
এর আগে এ বিষয়ে বাফুফে ভবনে ১৪তম কার্যনির্বাহী সভা শেষে ধারণা দিয়েছিলেন কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী।
নারী অনূর্দ্ধ-১৯ –এর ছয় টি দেশ নিয়ে এ টুর্নামেন্ট আগামী এপ্রিল ও মে’এর মধ্যেই আয়োজন করতে চলেছে ফেডারেশন। যাবতীয় খরচ বহনে ২৫ লাখ অর্থায়ন করবে কে স্পোর্টস। পৃষ্ঠপোষকের সঙ্গে আজ আনুষ্ঠানিক চুক্তিও সেড়ে ফেলেছে বাফুফে।
এ বিষয়ে সালাম মুর্শেদী জানান, বঙ্গমাতা টুর্নামেন্ট এপ্রিল-মে’র একটা সুবিধাজক সময়ে আয়োজিত করবো। আমরা পৃষ্ঠপোষক পেয়েছি। যাবতীয় খরচ তারাই বহন করার জন্য কে স্পোর্টস আমাদের ২৫ লাখ টাকা দিচ্ছে। ভেন্যু ঢাকাই থাকছে। এখনও দল চূড়ান্ত হয়নি। অনেকগুলো দলের সঙ্গে আলোচনা চলছে। শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের সভাপতি কাজী মোঃ সালাহউদ্দিন, সদস্য মোঃ আমিরুল ইসলাম বাবু, ফিফা কাউন্সিল মেম্বার। কে-স্পোর্টস এর পক্ষে উপস্থিত ছিলেন চীফ এক্সিকিউটিভ অফিসার ফাহাদ এম এ করিম, ডাইরেক্টর আশফাক আহমেদ, এক্সিকিউটিভ ডাইরেক্টর মুনতাসির ভুঁইয়া।
আরকে//