সন্তান খুনের দায়ে বাবার যাবজ্জীবন
প্রকাশিত : ০৬:০৪ পিএম, ১৬ জানুয়ারি ২০১৯ বুধবার
পটুয়াখালীতে শিশু কন্যা হত্যার দায়ের পিতা শাহদাৎ হোসেনকে (৪২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন পটুয়াখালী বিশেষ দায়রা জজ আদালত। বুধবার দুপুরে পটুয়াখালী বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. শহিদুল্লাহ এ রায় প্রদান করেন। এ সময় আসামি পলাতক ছিল।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আরিফুল হক টিটো জানান, ২০০৭ সালের ১১ এপ্রিল জমি সংক্রান্ত বিরোধে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জের শাহদাৎ হোসেনের (৪২) সঙ্গে চাচাতো ভাই আবদুর রহমানের জমি সংক্রান্ত বিরোধ ছিল। ২০০৭ সালের ১১ এপ্রিল আবদুর রহমানকে ফাঁসাতে তার একমাত্র শিশুকন্যা মুনিয়াকে ধারালো দা দিয়ে গুরুতর জখম করে চাচাতো ভাইদের বিরুদ্ধে কলাপাড়া থানায় মামলা দায়ের করেন। মুনিয়াকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
পরদিন ১২ এপ্রিল পটুয়াখালী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুনিয়া মারা যায়। এসময় কলাপাড়া থানার পুলিশ ঘটনার তদন্ত করতে গিয়ে হত্যার মুল রহস্য বেরিয়ে আসলে ওই বছরের ৪ জুলাই কলাপাড়া থানার এসআই নাজমুল করিম বাদী হয়ে পিতা শাহদাৎকে আসামি করে কলাপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে ১২ অক্টোবর পিতাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। ঘটনার পর থেকে পিতা শাহদাৎ পলাতক রয়েছে।
আদালত র্দীঘ শুনানি এবং ভিকটিমের মাতাসহ ১৫ জনের স্বাক্ষর গ্রহণ করে পটুয়াখালী বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. শহিদুল্লাহ পিতা শাহদাৎ হোসেনের বিরুদ্ধে খুনের অভিযোগ এনে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আরকে//