ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

চুয়েটের ইসিই অনুষদের কনফারেন্স ৭ ফেব্রুয়ারি কক্সবাজারে শুরু

প্রকাশিত : ০৭:১৯ পিএম, ১৬ জানুয়ারি ২০১৯ বুধবার | আপডেট: ১১:৫৯ পিএম, ১৬ জানুয়ারি ২০১৯ বুধবার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর তড়িৎ ও কম্পিউটার কৌশল(ইসিই) অনুষদের  উদ্যোগে আগামী ৭ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যটন নগরী কক্সবাজারে দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘‘International Conference on Electrical, Computer and Communication Engineering (ECCE 2019)’’ শীর্ষক আর্ন্তজাতিক কনফারেন্স।    

এ উপলক্ষে আগামী ৭ ফেব্রুয়ারি, বেলা ১১টায় কক্সবাজারের লং বিচ্ হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।

তিনদিনব্যাপী এই আর্ন্তজাতিক কনফারেন্সে বাংলাদেশ এবং বিভিন্ন দেশ থেকে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক, কম্পিউটার সায়েন্স, টেলিকমিউনিকেশন প্রভৃতি বিষয়ে শীর্ষস্থানীয় একাডেমিশিয়ান, সায়িন্টিস্ট, রিসার্চার, স্কলারস, ডিসিশন মেকার্সগণ অংশ নেবেন।

এ ব্যাপারে কনফারেন্সের অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. কৌশিক দেব বলেন,‘‘এটি আমাদের জন্য একটি প্রেস্টিজিয়াস কনফারেন্স । এতে ৮টি মূল প্রবন্ধ উপস্থাপনের কথা রয়েছে। কনফারেন্সে বিভিন্ন দেশ থেকে রেকর্ড সংখ্যক ৮১৪টি রিসার্চ পেপার জমা পড়েছে ।

এই বিপুল রিসার্স পেপার জমা পড়ার হার বাংলাদেশের যে কোন আর্ন্তজাতিক কনফারেন্সের জন্য সর্বোচ্চ। আমরা গতবারের ধারাবাহিকতায় এবারের কনফারেন্সও অত্যন্ত ফলপ্রসূ হবে বলে আশাবাদী।

কেআই/এসি