ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৭ ১৪৩১

বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করলো রিয়াল মাদ্রিদ

প্রকাশিত : ১২:২৬ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৬ বুধবার | আপডেট: ০১:৫৪ পিএম, ২৮ মার্চ ২০১৭ মঙ্গলবার

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করলো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ডর্টমুন্ডের মাঠ ইদুনা পার্কে ম্যাচের প্রথমেই এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ১৭ মিনিটে দলকে এগিয়ে নেওয়ার গোলটি করেন তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। পিছিয়ে পরে গোল পরিশোধে মরিয়া হয়ে লড়তে থাকে বরুশিয়া। ৪৩ মিনিটে ফরোয়ার্ড পিয়েরে-এমেরিক গোল করে দলকে সমতায় ফেরান। দ্বিতীয়ার্ধে আবারো এগিয়ে যায় রিয়াল। ৬৮ মিনিটে রাফায়েল ভারানে গোল করলে ২-১ ব্যবধানে লিড পায় জিদানের শিষ্যরা। তবে, ৮৭ মিনিটে মিডফিল্ডার আন্দ্রে মুরুলে গোল করলে ২-২ গোলের সমতায় ফেরে বরুশিয়া ডর্টমুন্ড। শেষ পর্যন্ত আর গোল না হলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুদল।