ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

সংরক্ষিত নারী আসন

দ্বিতীয় দিনে আওয়ামী লীগের ৪৩১টি ফরম বিক্রি

প্রকাশিত : ০৯:১১ পিএম, ১৬ জানুয়ারি ২০১৯ বুধবার | আপডেট: ১২:০২ এএম, ১৭ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিনে ৪৩১টি ফরম বিক্রি হয়েছে।  প্রথম ও দ্বিতীয় দিনে মোট ১ হাজার ৫৫টি ফরম বিক্রি হয়েছে।

এবার মনোনয়নের ক্ষেত্রে দলের জন্য ত্যাগী ও নিবেদিতদের মূল্যায়ণ করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের। প্রাধান্য পাবে সমমনা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও। এদিকে তৃণমূলে যোগ্য ও ত্যাগীদের মূল্যায়ন হবে বলে আশা, মনোনয়ন প্রত্যাশীদের।

সংসদে ৫০টি সংরক্ষিত আসনের মধ্যে ৪৩টি আসনের বিপরীতে দুই দিনে মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ১ হাজার ৫৫টি। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দুটি বুথ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন প্রার্থীরা। এবার দীর্ঘদিন রাজপথের আন্দোলনে যুক্ত সাংস্কৃতিক কর্মী এবং তারকারাও সংগ্রহ করছেন মনোনয়ন ফরম।

 মঙ্গলবার সকাল ১০টায় ধানমন্ডিতে দলীয় সভাপতি শেখ হাসিনার কার্যালয়ে এই ফরম বিক্রি শুরু হয়।  আজ বুধবার দ্বিতীয় দিনের মতো ফরম বিক্রি হয়।  প্রথমদিনের মতো আজ দ্বিতীয় দিনেও সকাল থেকে ফরম ক্রয়ের জন্য নির্ধারিত কার্যালয়ের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে মনোনয়নপ্রত্যাশীদের।

আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের ফরম ক্রয় করতে ৩০ হাজার টাকা ধরা হয়েছে। আগামী ২০ জানুয়ারি পর্যন্ত এই কার্যক্রম চলবে বলে দলের দফতর সূত্র জানিয়েছে।

বিদ্যমান আইন অনুযায়ী, প্রতি ৬ আসনে একজন করে সংরক্ষিত নারী এমপি নির্বাচিত করার বিধান রয়েছে। একাদশ সংসদ নির্বাচনের নিরঙ্কুশ বিজয় পায় আওয়ামী লীগ। ফলে ৫০টির মধ্যে ৪৩টি আসনে আওয়ামী লীগের সংরক্ষিত নারীরা এমপি হবেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মোট আসন পেয়েছে ২৫৭টি। সে হিসেবে আওয়ামী লীগ সংরক্ষিত আসন পায় ৪৩টি আসন। জাতীয় পার্টি ২২ এমপির বিপরীতে আসন পায় ৪টি।

মহাজোটের অন্যান্য দলের ৬টি বা তার বেশি আসন না পাওয়ায় এককভাবে কেউ সংরক্ষিত আসনে মহিলা এমপির মনোনয়ন দিতে পারবেন না। সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল আগামী ১৭ ফেব্রুয়ারি নির্ধারণ করেছে জাতীয় নির্বাচন কমিশন।

আরকে//