ভাইরাল ছবি নিয়ে মুখ খুললেন মৌসুমী
প্রকাশিত : ০৯:০৮ পিএম, ১৭ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ১১:৫৬ পিএম, ১৮ জানুয়ারি ২০১৯ শুক্রবার
হঠাৎ করেই আলোচনায় চিত্রনায়িকা মৌসুমী। রাজনীতির সঙ্গে পূর্বে তার কোনো সংযোগ না থাকলেও এখন তিনি পুরোপুরি রাজনীতির সঙ্গে যুক্ত। সংরক্ষিত নারী আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন। তার এই মনোনয়নকে কেন্দ্র করে চারদিকে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। ইতিমধ্যে তারেক রহমানের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে।
এসব সমালোচনার জবাব দিতে বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) এফডিসিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন মৌসুমী।
তিনি বলেন, ‘আমি প্রকাশ্যে কখনো রাজনীতি করিনি। হঠাৎ করে মনোনয়ন কেনায় সবাই চমকেছেন। অনেক কথা বলছেন। এ নিয়ে আমি ভাবছি না। আমি মনে করি রাজনীতি যে কোনো মুহূর্তে যে কেউ করতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণদের রাজনীতিতে আসার আহ্বান করেছেন। তিনি তারুণ্য নির্ভর একটি মন্ত্রিসভাও করেছেন। এগুলো দেখেই আমি রাজনীতিতে আসার সাহস পেয়েছি।’
তারেক জিয়ার সঙ্গে মৌসুমীর একটি ছবি ভাইরাল হয়েছে। অনেকেই দাবি করছেন তিনি বিএনপি করতেন। এখন কেন আওয়ামী লীগের মনোনয়ন কিনলেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একজন তারকা দেশের প্রয়োজনে যে কোনো সরকারের অনুষ্ঠানেই থাকতে পারে। তার মানে এই নয় তিনি ওই সরকারের দল করেন। আমি কোথাও কোনোদিন বলিনি যে আমি কোন দল করি।’
জাসাসের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকলেও তিনি কখনোই বিএনপিতে যুক্ত ছিলেন না বলে দাবি করেন মৌসুমী।
তিনি বলেন, ‘যারা ছবিটি ছড়াচ্ছে, তারা হয়ত আমাকে পছন্দ করে না, হয়ত আওয়ামী লীগকে পছন্দ করে না। আমাকে আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে।’
মৌসুমী বলেন, ‘আমার ইমেজ চলচ্চিত্র দিয়ে তৈরি করেছি। আমার নতুন করে কোনো পরিচিতি লাগবে না। সুযোগ পেলে আমি প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের সেবা করতে চাই। মহিলা ও শিশুদের নিয়ে কাজ করতে চাই।’
এই নায়িকা মনে করেন, জাতিসংঘের শুভেচ্ছা দূত হিসেবে দীর্ঘদিন তার কাজ করার অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আওয়ামী লীগের হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারে দেশের জন্য সাফল্য বয়ে আনতে পারবেন।
তিনি বলেন, `অনেক আগে থেকেই আমার ইচ্ছে ছিলো এমপি হওয়ার। মানুষের জন্য কিছু করতে হলে একটি শক্ত প্লাটফর্ম দরকার হয়। তাই আমি আওয়ামী লীগের প্লাটফর্মে এসেছি। আমার একটা জনপ্রিয়তা আছে। দেশের মানুষ আমাকে চিনেন, জানেন। নিজের একটা ইমেজ আমি তৈরি করেছি। তাই রাজনীতিতে আসতে আমার বাড়তি কোনো কিছুর দরকার নেই বলে মনে করি।’
এবারের নির্বাচনে নৌকার প্রচারণায় অনেক তারকার দেখা মিললেও মৌসুমীকে কেন দেখা যায়নি? সাংবাদিকদের এমন প্রশ্নে মৌসুমী বললেন, ‘আমি নিরাপত্তাহীনতার কথা ভেবে যাইনি। দল থেকে আমার সাথেও যোগাযোগ করা হয়েছিল। আমি বিনয়ের সাথে তাদের বুঝিয়েছি। প্রত্যেকেরই ব্যক্তিগত দর্শন থাকে। আমারও আছে। সেই দর্শন থেকেই প্রচারণায় ছিলাম না। কিন্তু সমর্থন আমার নৌকাতেই ছিল। এটা দলের হাই কমান্ড জানে। এটাকে নিয়ে কথা বলার কিছু নেই।’
মৌসুমী বলেন, ‘নৌকার প্রচারণা করলেই কেউ আওয়ামী লীগ হয়ে যাবেন ব্যাপারটা তা নয়। এখন আমি মনোনয়ন কিনেছি, আমি আওয়ামী লীগের মানুষ এটার প্রমাণ দিলাম। হতেও পারে প্রধানমন্ত্রীর চোখে আমি যোগ্য। কারো কিছু বলার থাকবে না। নেত্রী কখনো বাছাই করতে ভুল করেন না।’
এসি