ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

‘ইহুদিবাদী ইসরাইলের য়ড়যন্ত্রের অংশ হবেন না’

প্রকাশিত : ১২:০০ পিএম, ১৮ জানুয়ারি ২০১৯ শুক্রবার | আপডেট: ১২:৩৪ পিএম, ১৮ জানুয়ারি ২০১৯ শুক্রবার

হিজবুল্লাহর উপ-প্রধান শেখ নাঈম কাসেম

হিজবুল্লাহর উপ-প্রধান শেখ নাঈম কাসেম

ইহুদিবাদী ইসরাইলের য়ড়যন্ত্রের অংশ না হওয়ার আহ্বান জানিয়েছেন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ-প্রধান শেখ নাঈম কাসেম। যে সকল আরব দেশ  ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। 

এ সময় তিনি মধ্যপ্রাচ্যের বেশিরভাগ সংকটের জন্য ইহুদিবাদী ইসরাইলকে দায়ী করেন।

তিনি আরবি টেলিভিশন চ্যানেল আল-মানারকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, দখলদার ইসরাইল সরকার আমাদের অঞ্চলের একটি মহা সমস্যা। কিন্তু তারপরও কিছু আরব দেশ তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে এবং এই কাজে পৃষ্ঠপোষকতা দিচ্ছে আমেরিকা ও ইউরোপ।

কাজেই দুঃখজনকভাবে আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে কুদস দখলদার শক্তি স্বীকৃতি সমস্যা থেকে মুক্তি পেতে যাচ্ছে।

হিজবুল্লাহর এই নেতা বলেন, মধ্যপ্রাচ্যের বেশিরভাগ সমস্যার জন্য দায়ী একটি সরকারকে এভাবে স্বীকৃতি দিলে দীর্ঘমেয়াদে তেল আবিবের অনিষ্ট থেকে কেউ রক্ষা পাবে না।

শেখ নাঈম কাসেম বলেন, আমাদেরকে সব সময় মনে রাখতে হবে ইসরাইল একটি মস্তবড় বিপদ। কাজেই এই বিপদের বিরুদ্ধে মুসলিম ও আরব দেশগুলোকে একসঙ্গে পদক্ষেপ নিতে হবে।

হিজবুল্লাহর উপ-মহাসচিব বলেন, মুসলিম বিশ্বের অন্যতম প্রধান শত্রু  ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে আমি আরব দেশগুলোকে সতর্ক করতে চাই।

আরব নেতাদের এই ভয়ঙ্কর সিদ্ধান্ত চূড়ান্তভাবে তাদের দেশের জনগণের মহা ক্ষতি বয়ে আনবে।  তিনি আরব নেতাদের উদ্দেশ করে বলেন, আপনার ইহুদিবাদী ইসরাইলের অনিষ্ট থেকে আপনাদের জনগণকে বাঁচান। সাম্রাজ্যবাদী ও ইহুদিবাদী চক্রের ষড়যন্ত্র বাস্তবায়নের অংশীদার হবেন না।

তথ্যসূত্র: পার্সটুডে

এমএইচ/