রাজধানীতে কমতে শুরু করেছে চালের দাম
প্রকাশিত : ০৩:৪৬ পিএম, ১৮ জানুয়ারি ২০১৯ শুক্রবার
রাজধানীতে কমতে শুরু করেছে চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কমেছে কেজিতে এক থেকে দুই টাকা। তবে, বাড়তি দামেই বিক্রি হচ্ছে ডাল। আলু, পেঁয়াজের দর ঠিক থাকলেও বেড়েছে আদা, রসুনের দাম। মাছের দামও তুলনামূলক কম।
সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার রাজধানীর মিরপুর-১ নম্বর বাজারে দেখা গেছে ক্রেতাদের ভিড় তুলনামূলক অন্যান্য দিনের চেয়ে বেশি। এ বাজারে শীতের সবজির দাম কিছুটা কম।
দাম কমেছে আলু ও পেঁয়াজের। তবে, বাড়তি দামে বিক্রি হচ্ছে আদা, রসুন। ডালের দামও বাড়তি। সরবরাহ বেশি থাকায় মাছের দর কম বলে জানান ক্রেতা- বিক্রেতারা।
এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কমেছে কেজিতে এক থেকে দুই টাকা। গরুর মাংশ ৫শ’, খাশি ৮শ’ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। হেরফের নেই মুরগির দামে।
বিস্তারিত দেখুন ভিডিওতে:
এসএ/