ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

 তিনটি ভালো কাজের সুফল

প্রকাশিত : ০৩:২৯ পিএম, ১৯ জানুয়ারি ২০১৯ শনিবার

সাহাবী আবু উমামা (রা:) বর্ণনা  করেন, রাসুলুল্লাহ (সা:) বলেছেন-

 ১. মানুষের উপকার করলে খারাপ মরণ থেকে রক্ষা পাওয়া যায়।

 ২. গোপনে দান করলে আল্লাহ তায়ালার ক্রোধ নির্বাপিত হয়।

 ৩. আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক বজায় রাখলে হায়াতে (জীবনে) বরকত হয়।

                                                                           -(তাবরানী)

সাহাবী হযরত আবু হুরাইরা (রা:) নবী করীম (সা:) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, তিন প্রকার  ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তায়ালা নিজ দায়িত্বে গ্রহন করেছেন। তারা হলো-

 ১. আল্লাহর পথে জিহাদকারী

 ২. যে গোলাম গোলামীর বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য মনিবকে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে চায় (কিন্তু তার কাছে সে অর্থ নেই)

 ৩.  যে ব্যক্তি কলংকহীন পবিত্র জীবন যাপনের জন্য বিবাহ করতে চায় (কিন্তু দরিদ্রের কারণে বিবাহ করতে পারছে না)

                                                                              -(তিরমিজি)

সাহাবী  হযরত আবুজর (রা:) বর্ণনা করেন, আমার প্রিয় রাসুল (সা:) আমাকে কয়েকটি কথার অসিয়ত করেন, তিনি  আমাকে অসিয়ত করেছেন-

 ১. আমি যেনো তাদের দিকে না দেখি, য়ারা আমার থেকে অর্থে ও মর্য়াদা প্রভৃতিতে শ্রেষ্ঠতর, বরং তাদের দিকে তাকাই যারা আমার থেকে নিচে। তবেই আমার অন্তরে কৃতজ্ঞতা উদয় হবে।

 ২. আমি যেনো দরিদ্রদের ভালোবাসি এবং তাদের কাছে থাকি।

 ৩. আমার আত্মীয় স্বজন যদি আমার হক আদায় নাও করে, তবু আমি যেনো তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখি এবং তাদের হক আদায় করতে থাকি।

                                                                               -(তিবরানী)

সূত্র: আললামা জলীল আহসান নদভী কতৃক রচিত ‘যাদেরাহ’ হাদীস গ্রন্থ থেকে সংকলিত ( আনোয়ারুল কাইয়ূম কাজল)