আপনি জেগে থাকেন বলে নিশ্চিন্তে ঘুমায় বাংলাদেশ: ওবায়দুল কাদের
প্রকাশিত : ০৫:০৯ পিএম, ১৯ জানুয়ারি ২০১৯ শনিবার | আপডেট: ০৫:১২ পিএম, ১৯ জানুয়ারি ২০১৯ শনিবার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।
শনিবার (১৯ জানুয়ারি) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত বিজয় মহাসমাবেশে শেখ হাসিনার উদ্দেশ্যে অভিনন্দন বার্তা পাঠ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে গেয়েছেন জীবনের জয়গান। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে উড়িয়েছেন সৃষ্টির পতাকা। বাংলার বাতিঘর আপনাকে অভিবাদন।
অভিনন্দন বার্তায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সোনার বাংলা গড়ার প্রত্যয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন বাস্তবায়নে নিজের জীবনকে উৎসর্গ করেছেন। আপনি জেগে থাকেন বলে বাংলাদেশ নিশ্চিন্তে ঘুমাতে পারে। বঙ্গবন্ধুর স্বপ্নবাহক আপনি এই দেশমাতৃতাকে আপন সত্তায় ফিরিয়ে এনেছেন।
আপনি বলেছিলেন যুদ্ধাপরাধীদর বিচার হবে, আপনি বলেছিলেন বঙ্গবন্ধুর ঘৃণিত খুনিদের বিচার এ দেশের মাটিতেই হবে। কথা দিয়ে কথা রাখার সংস্কৃতি আপনি ফিরিয়ে এনেছেন। জনগণ তাদের রায়ের মধ্যে প্রমাণ দিয়েছে তারা স্বাধীনতাবিরোধী, সাম্প্রদায়িকতা মুক্ত।
কাদের বলেন, আপনার প্রজ্ঞাবান নেতৃত্বের গুণে কেবল জল স্থল নয়, অন্তরীক্ষেও আমাদের গৌরবময় বিচরণ। আন্তর্জাতিক অঙ্গনে পরিচয় দিয়ে আমরা আজ গর্ববোধ করি।
তিনি আরও বলেন, বাংলাদেশকে আরও একটি নতুন শতাব্দীর উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে আপনার প্রণীত ডেলটা প্লান নতুন প্রজন্মকে উজ্জীবিত করেছে। আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাকে অভিবাদন জানাচ্ছি।
আরকে//