শারদীয় দূর্গা পূজা উপলক্ষে নোয়াখালী, রাজবাড়ী ও বাগেরহাটে প্রতিমা তৈরিতে ভিন্ন মাত্রা
প্রকাশিত : ১০:৪৭ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ১০:৪৭ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৬ বৃহস্পতিবার
শারদীয় দূর্গা পূজা উপলক্ষে নোয়াখালী, রাজবাড়ী ও বাগেরহাটে এবার প্রতিমা তৈরিতে যোগ হয়েছে ভিন্ন মাত্রা। নোয়াখালীর চৌমুহনীতে দেশের সর্বোচ্চ ৭১ ফুট উচু প্রতিমা গড়ছেন কারিগরা। রাজবাড়ীর বালিয়াকান্দিতে পানির ওপর তৈরী করা হচ্ছে ৪তলা বিশিষ্ট পূজা মন্ডপ। এদিকে ৬০১টি প্রতিমা নিয়ে বাগেরহাটের শিকদার বাড়িতে পূজামন্ডপে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি।
শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলা, প্রকৃতিতে কাশফুল আর শিউলীর সমারোহ জানান দিচ্ছে দুর্গতিনাশিনী দেবী দূর্গার আগমনী বার্তা। শঙ্খধ্বনি আর ঢাকের বাদ্যে আর কদিন পরেই মুখরিত হবে দেশের বিভিন্ন মন্দির আর পূজামন্ডমগুলো।
নোয়াখালীর একটি দূর্গা মন্ডপের ২০ বছর পূর্তি উপলক্ষে এবার দেবীদূর্গার ৭১ ফুট উচু প্রতিমা তৈরি করা হচ্ছে। প্রায় আড়াই মাস ধরে কাজ করছেন শরীয়তপুরের কারিগর অমরকৃষ্ণ পাল ও তার ১২জন সহযোগী। এই প্রতিমাকে ঘিরে ভক্ত অনুরাগীদের মধ্যে আগ্রহের কমতি নেই।
সুষ্ঠুভাবে পূজা উদযাপনে প্রশাসনের সার্বিক সহযোগিতা প্রয়োজন বলে জানালেন মন্ডপের সভাপতি।
রাজবাড়ীর জামালপুরে পানির ওপরে বাঁশের এই মন্ডপটি দৈর্ঘ্যে ২শ’ ফুট, ৪০ ফুট প্রস্থে এবং উচ্চতায় ৫০ ফুট। চারতলা বিশিষ্ট মন্ডপে স্থাপন করা হবে ২০৫টি প্রতিমা। দেবী দূর্গার বিভিন্ন রুপ, রামায়ন ও মহাভারতের বিভিন্ন কাহিনী তুলে ধরা হবে প্রতিমা বিন্যাসের মধ্য দিয়ে।
এমন আয়োজনে খুশি ভক্তরা। আয়োজকরা বলছেন, ব্যতিক্রমী দৃষ্টিনন্দন স্থাপনার কারণেই এবার আরো বেশি মানুষের সমাগম ঘটবে এখানে।
এদিকে বাগেরহাটের সিকদার বাড়ি পূজা মন্ডপে থাকছে ৬০১টি প্রতিমা। নিপুন হাতে শৈল্পিক ছোঁয়ায় প্রতিমা তৈরীতে ৫ মাস ধরে ১৪ জন সহকারী নিয়ে কাজ করছেন খুলনার কয়রার কারিগর বিজয় কৃষ্ণ বাছাড়। এরিমধ্যে মাটির কাজ শেষ, চলছে রং তুলির ছোঁয়া।
মঙ্গলময়ী দেবী দূগা এবার মর্ত্যে আসবেন ঘোটক অর্থ্যাৎ ঘোড়ায় আর যাবেনও ঘোড়ায় চড়ে।