ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ট্রলার ডুবির উদ্ধার কাজ বোববার থেকে চাঁদপুরের মেঘনায়

প্রকাশিত : ০৮:১১ পিএম, ১৯ জানুয়ারি ২০১৯ শনিবার | আপডেট: ০৮:৪৬ পিএম, ১৯ জানুয়ারি ২০১৯ শনিবার

মুন্সিগঞ্জের মেঘনায় ট্রলার ডুবির পঞ্চম দিনে নিখোঁজ ট্রলার ও ২০ শ্রমিকদের সন্ধান এখনও পাওয়া যায়নি। তাই উদ্ধারকাজ চাঁদপুরের মেঘনা অংশে রোববার (২০ জানুয়ারি) সকাল থেকে শুরু করবে সংশ্লিষ্ট উদ্ধারকারীরা।

শনিবার (১৯ জানুয়ারি) সকাল থেকে উদ্ধারকাজ শুরু হয়। সারাদিন অনেক খোঁজাখুঁজি করে সন্ধান না পাওয়ায় এ সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন।

জানা যায়, পুলিশ, নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌ-বাহিনীর ডুবুরীদল ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সদস্যরা উদ্ধারকাজে অংশ নেয়। প্রত্যয়, দুর্জয়, অগ্নি শাসক উদ্ধারকারী জাহাজ হিসেবে কাজ করে।

মুন্সিগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) সায়লা ফারজানা বলেন, মুন্সিগঞ্জ-গজারিয়া অংশের ৪ কিলোমিটার জুড়ে উদ্ধার অভিযান চালানো হয়েছে। কোথাও নিখোঁজ শ্রমিক ও ট্রলারের সন্ধান পাওয়া যায়নি। তাই রোববার থেকে চাঁদপুর জেলার মেঘনা নদীর অংশে এ অভিযান চলবে। গত পাঁচদিন যারা এ উদ্ধারকাজে অংশ নেয় তারাই সেখানে যাবেন।

গত ১৫ জানুয়ারি ভোর ৪টায় মেঘনায় মালবাহী জাহাজের সঙ্গে ধাক্কায় জাকির দেওয়ান নামে মাটি বোঝাই একটি ট্রলার ডুবে যায়। এসময় ৩৪ জন শ্রমিকের মধ্যে ১৪ জন সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ রয়েছে ২০ শ্রমিক। ট্রলার ডুবির দিন কোনো উদ্ধারকাজ চালানো হয়নি। পরদিন বুধবার সকাল থেকে উদ্ধারকাজ শুরু হলেও এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি।

আরকে//