ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

‘পোশাক শিল্পের অস্তিত্ব রক্ষায় বিজিএমইএ নির্বাচন জরুরি’

প্রকাশিত : ০৫:৫৩ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রবিবার

দেশের পোশাক শিল্পের অস্তিত্ব রক্ষায় এ শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ এর নির্বাচন জরুরি বলে মন্তব্য করেছেন স্বাধীনতা পরিষদ, বিজিএমইএ এর আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম।

রোববার (১৯ জানুয়ারি) ঢাকা ক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় দুপুর দেড়টায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, পোশাক খাত আজ নানাবিধ সমস্যায় জর্জরিত। অনেকগুলো কারখানা বন্ধ হয়ে গেছে। কিন্তু তার কোন সমাধান পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ নেতারা করতে পারছে না। সংগঠনের সদস্য মালিকরাও তাদের অধিকার নিয়ে কথা বলতে পারছে না। তাই পোশাক শিল্পের অস্তিত্ব রক্ষা করতে ও বিজিএমইএ সদস্যদের ভোটাধিকার ফিরিয়ে দিতে এ সংগঠনের নির্বাচন জরুরি।

তিনি আরও বলেন, নির্বাচন হলেই ভোটাররা তাদের অধিকার ফিরে পাবেন। তখন তাদের কদর বাড়বে। তারা তাদের সমস্যা নিয়ে কথা বলতে পারবেন। তাই আমরা চাই বিজিএমইএতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনটা হোক।

জাহাঙ্গীর আলম বলেন, দীর্ঘদিন যাবত বিজিএমই’তে কোনো নির্বাচন হয়না। বিজিএমইএ এর সাবেক সভাপতিদের একটি ফোরাম রয়েছে। সাবেক সভাপতি ফোরামের থেকেই বারবার বিজিএমইএ এর সিলেকশন করে দেওয়া হচ্ছে। তারা ২০১৩ সালে সমঝোতার মাধ্যমে বিজিএমইএ এর কমিটি করে দেয়। আমরা যারা সাধারণ সদস্য আছি তারা খেয়াল করলাম যে নির্বাচন না হওয়ার কারণে আমাদের অবহেলা করা হচ্ছে।

বিজিএমইএ এর কর্মকর্তারাও আমাদের সাথে খারাপ ব্যবহার করে। আমরা তখন খোঁজ খবর শুরু করলাম। দেখলাম, যে সংখ্যক ভোটার রয়েছে তার ২০ শতাংশ মালিকের কোনো কারখানা নেই। তখন আমরা নির্বাচন করার সিদ্ধান্ত নিলাম। তখন বেশির ভাগ সদস্যই আমাদের ইতিবাচক সাড়া দেন। তারাও ভোট চান। কিন্তু তখন নির্বাচন থেকে সরে দাঁড়াতে নানা চাপ দেওয়া শুরু হলো। কিন্তু আমরা নির্বাচন থেকে পিছপা হইনি। আমরা নির্বাচন করবো।

আরকে//