দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষি উৎপাদনকে স্থায়ী ও টেকসই করার তাগিদ : রাষ্ট্রপতি
প্রকাশিত : ০৩:৪৩ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৩:৪৩ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৬ বৃহস্পতিবার
দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষি উৎপাদনকে স্থায়ী ও টেকসই করার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।
সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আন্তর্জাতিক কৃষি কনফারেন্সে তিনি এ তাগিদ দেন। নতুন প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে কৃষি উৎপাদন ও বিপণন বহুমূখীকরণেরও আহবান জানান রাষ্ট্রপতি। পরিবর্তিত পরিবেশের সাথে তাল মেলাতে কৃষকদের তথ্য প্রযুক্তি জ্ঞানে দক্ষ করে তোলার জন্য কৃষিবিদদের প্রতি আহবান জানান তিনি। দেশের কৃষি উন্নয়নের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় কৌশল নির্ধারণের লক্ষ্যে পদক্ষেপ নেয়ায় কৃষিবিদ ইনস্টিটিউশনকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।