ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

ওবামার ভেটো উপেক্ষা করেই নাইন-ইলেভেন বিল পাশ

প্রকাশিত : ০৩:৪২ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৩:৪২ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৬ বৃহস্পতিবার

প্রেসিডেন্ট বারাক ওবামার ভেটো উপেক্ষা করেই নাইন-ইলেভেন বিল পাশ করলো মার্কিন কংগ্রেস। এর ফলে ২০০১ সালে টুইন টাওয়ার হামলায় আহত ও নিহতের স্বজনদের সৌদি আরবের বিরুদ্ধে মামলা করতে আর কোনো বাধা রইল না। তবে ওবামা বলছেন, বিল পাশের মধ্য দিয়ে বড় ধরণের ভুল করেছে কংগ্রেস। ‘দ্যা জাস্টিস অ্যাগেনিস্ট স্পন্সরস অব টেরোরিজম অ্যাক্ট’- নাইন ইলেভেন বিল নামে পরিচিত। দীর্ঘদিন ধরেই মার্কিন মহলে এই বিল নিয়ে চলছিল আলোচনা-সমালোচনা। অবশেষে বুধবার প্রথমবারের মতো প্রেসিডেন্ট  ওবামার ভেটো প্রত্যাখান করে বিলটি আইনে রুপান্তর করে মার্কিন সিনেট। হাউস অব রিপ্রেজেটেন্টিভ আর সিনেট, উভয় কক্ষেই সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে এটি। এই বিল পাশের ফলে ২০০১ সালে টুইন টাওয়ার হামলায় আহত ও নিহতদের স্বজনরা সৌদি আরবের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করতে পারবেন। তবে প্রেসিডেন্ট ওবামা এ বিলকে যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এর ফলে অন্য দেশেও মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা হতে পারে। হোয়াইট হাউসও এ ঘটনাকে বিব্রতকর বলে আখ্যায়িত করেছে। টুইন টাওয়ারে হামলায় ১৯ সৌদি নাগরিক জড়িত বলে সম্প্রতি মার্কিন তদন্তে উঠে এসেছে। তবে সৌদি সরকার এ অভিযোগ অস্বীকার করেছে। শুরু থেকেই এ বিলেরও তীব্র বিরোধীতা করেছে তারা।