ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫,   মাঘ ২ ১৪৩১

ইভানসের সেঞ্চুরিতে রাজশাহীর সংগ্রহ ১৭৬ রান

প্রকাশিত : ০৪:১১ পিএম, ২১ জানুয়ারি ২০১৯ সোমবার

ইভানসের সেঞ্চুরি ও ডেসকাটের হাফ সেঞ্চুরিতে লড়াকু পুঁজি রাজশাহীর। সোমবার দুপুরে মিরপুর স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে রাজশাহীর বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কুমিল্লা অধিনায়ক ইমরুল কায়েস।

প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিল রাজশাহী। সূচনালগ্নে টপঅর্ডারের ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল কিংসরা। পরে রায়ান টেন ডেসকাটকে নিয়ে চাপ কাটিয়ে ওঠেন লরি ইভানস। পরের গল্পটা শুধুই তাদের। মহাকাব্যিক সেঞ্চুরি তুলে নিলেন ইভানস। এটি চলতি আইপিলের প্রথম সেঞ্চুরি। ৬২ বলে ১০৪ রানে অপরাজিত থাকেন তিনি।

অনবদ্য ফিফটি হাঁকালেন টেন ডেসকাট। ডেসকাটক ৪১ বল খেলে ২ চার ও ৩ ছয়ের সাহায্যে ৫৯ রান করেন।দু’জনের ব্যাটে লড়াকু পুঁজি পেল রাজশাহী। কুমিল্লাকে ১৭৭ রানের টার্গেট দিল মিরাজ বাহিনী।

কুমিল্লার পক্ষে মেহেদি হাসান ১টি ও লিয়াম ডসন ২টি উইকেট দখম করেন।

রাজশাহী কিংস একাদশ

মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), শাহরিয়ার নাফিস, মার্শাল আইয়ুব, রায়ান টেন ডয়েসকাটে, জাকির হাসান (উইকেটরক্ষক), ক্রিশ্চিয়ান জোনকার, আরাফাত সানী, মোস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম, কোয়াইস আহমদ, লরি ইভানস।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ

তামিম ইকবাল, এনামুল হক (উইকেটরক্ষক), ইমরুল কায়েস (অধিনায়ক), শামসুর রহমান, লিয়াম ডসন, থিসারা পেরেরা, শহীদ আফ্রিদি, মাহেদি হাসান, জিয়াউর রহমান, মোহাম্মদ সাইফুদ্দীন, ওহাব রিয়াজ।

একে//