ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

হাবিপ্রবির বি ও ডি ইউনিটের পরীক্ষা কাল

হাবিপ্রবি সংবাদদাতা

প্রকাশিত : ০৭:৩৫ পিএম, ২১ জানুয়ারি ২০১৯ সোমবার

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের এফ-১ ,এফ-২,সি-২ ও সি-৩ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ সোমবার অনুষ্ঠিত হয়েছে।

ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনও পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম। তিনি দ্বিতীয় দিনের পরীক্ষাও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, পরীক্ষার্থী, জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন ও জেলার বিভিন্ন সংস্থাসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। বাকি ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে সবার সহযোগিতা কামনা করেন।

আগামীকাল মঙ্গলবার কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং অনুষদভুক্ত ‘বি’ ও ‌ডি ইউনিটের অধীনে প্রথমবর্ষ সম্মান শ্রেণিতে ভর্তির পরীক্ষা সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন একাডেমিক ভবনে কয়েক শিফটে অনুষ্ঠিত হবে।

শুরুতে বি-১ ইউনিটের ২০০০০১ থেকে ২০৯৩২৫ রোল ধারীদের পরীক্ষা সকাল ৯ টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত চলবে। এরপর বি-২ ইউনিটের ২০৯৩২৬ থেকে ২১৮৬১২ রোল ধারীদের বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত। ডি-১ ইউনিটের ৪০০০০১ থেকে ৪০৭৯৭৫ রোল ধারীদের পরীক্ষা বেলা ১টা ৩০ মিনিট থেকে বিকাল ৩টা এবং ডি-২ ইউনিটের ৪০৭৯৭৬ থেকে ৪১৫৯৫১ রোলধারীদের পরীক্ষা বিকাল সাড়ে ৩টা হতে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়া আসন বিন্যাস সক্রান্ত যাবতীয় বিশ্ববিদ্যালয়ের (https://www.hstu.ac.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে ।

উল্লেখ্য, এ বছর ২০০৫ আসনের বিপরীতে মোট ১ লাখ ১২ হাজার ১৮৪ জন ভর্তিইচ্ছুক আবেদন করেছেন।

এসএইচ/