ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

সম্ভাবনাময় অন্যান্য রফতানি পণ্যে প্রণোদনা : বাণিজ্যমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৫ পিএম, ২১ জানুয়ারি ২০১৯ সোমবার

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাজার সম্প্রসারণে তৈরি পোশাকের পাশাপাশি সম্ভাবনাময় অন্যান্য রফতানি পণ্যে প্রণোদনা দেওয়া হবে। সোমবার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) পর্ষদ সদস্যদের সাক্ষাৎকালে সচিবালয়ে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, দেশে ব্যবসাবান্ধব পরিবেশ উন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট নীতিমালার সহজীকরণের কোনো বিকল্প নেই। রফতানির নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে পণ্যের বহুমুখীকরণ একান্ত আবশ্যক। এ জন্য আমাদের তৈরি পোশাকের পাশাপাশি সম্ভাবনাময় অন্যান্য পণ্যের জন্য প্রণোদনা দেওয়া হবে। এ ছাড়া বাজার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা প্রয়োজন বলেও জানান তিনি।

এ সময় রফতানি প্রবৃদ্ধি অব্যাহত রাখতে একটি কমপ্রিহেনসিভ ট্রেড পলিসি প্রণয়ন ও অটোমেটেড শুল্ক ব্যবস্থা নিশ্চিত করার প্রস্তাব করেন তিনি।

বাণিজ্য সচিব মো. মফিজুল ইসলাম, ডিসিসিআইর ঊর্ধ্বতন সহ-সভাপতি ওয়াকার আহমেদ চৌধুরী, সহ-সভাপতি ইমরান আহমেদ, পরিচালক আবুল কাসেম খান, আশরাফ আহমেদ, এনামুল হক পাটোয়ারী, হোসেন এ সিকদার, কে এম এন মঞ্জুরুল হক প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

 

এসএইচ/