ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫,   মাঘ ২ ১৪৩১

শেষ ওভারে চিটাগংয়ের জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৯ এএম, ২২ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার | আপডেট: ০৮:৫৪ এএম, ২২ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

ঢাকা ডায়নামাইটস বনাম চিটাগং ভাইকিংসের আজকের ম্যাচটি টান টান উত্তেজনাপূর্ণ হয়েছে। শেষ ওভারের চরম উত্তেজনার শেষে জয় পেয়েছে চিটগং ভাইকিংস। ৬ বলে ১৬ রান- এই সমীকরণে দাঁড়িয়ে শেষ ওভারে তিন ছক্কা মেরে চিটাগংকে ৩ উইকেটে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন রবি ফ্রাইলিংক। বল হাতেও এই প্রোটিয়া অল-রাউন্ডার নিয়েছেন ৩ উইকেট। তার কাছে ব্যর্থই হয়ে গেল সাকিবের অল-রাউন্ড নৈপূণ্য।

রান চেজ করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলে আন্দ্রে রাসেলের বলে শুভাগত হোমের দারুণ ক্যাচে পরিণত হন মোহাম্মদ শেহজাদ (০)। প্রতিরোধের চেষ্টায় নামেন অপর ওপেনার ক্যামেরন ডেলপোর্ট (৩০) এবং ইয়াসির আলী (১৫)। কিন্তু সাকিব আছেন না? দুজনকেই প্যাভিলিয়নে ফেরত পাঠান তিনি। বিশ্বসেরা অল-রাউন্ডারের তৃতীয় শিকারে পরিণত হন লঙ্কান তারকা দাসুন শানাকা (২)। চিটাগং অধিনায়ক মুশফিকুর রহিম আজ ম্যাচ উইনার হতে পারেননি। ২৩ বলে ২২ করে শিকার হয়েছেন রুবেলের।


চিটাগং-এর শেষ ওভারে দরকা ছিল ১৬ রান। কঠিন অবস্থায় মোহর শেখের করা ওই ওভারে ৩ ছক্কা মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন প্রোটিয়া অল-রাউন্ডার রবি ফ্র্যাইলিংক (১০ বলে ২৫*)। ৩ উইকেটে জিতে যায় চিটাগং ভাইকিংস।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৯ রান তোলে ঢাকা ডায়নামাইটস। স্কোরবোর্ডে রান যোগ হওয়ার আগেই রবি ফ্রাইলিংকের বলে বোল্ড হয়ে যান রনি তালুকদার (০)। ৯ বলে ১৮ করা সুনিল নারাইনের ইনিংসেরও পরিণতি ঘটে ফ্রাইলিংকের বল বোল্ড হয়ে। তিন নম্বরে নামা প্রোটিয়া ব্যাটসম্যান হেইনো কুন (২১ বলে ১৮) আবু জায়েদের শিকার হন। হাল ধরেন অধিনায়ক সাকিব আল হাসান। তার ৩৪ বলে ২ চার ১ ছক্কায় ৩৪ রানের ইনিংসটি শেষ হয় ডেলপোর্টের বলে ইয়াসিরের তালুবন্দি হয়ে।

উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান করেন ১৮ বলে ২৭ রান। ডাওরিচ রাসুলি (০), আন্দ্রে রাসেল (‌১) কিছুই করতে পারেননি। মোহাম্মদ নাঈম ৬ রান করে ডেলপোর্টের বলে বোল্ড হয়ে যান। ৪ ওভারে ২৫ রানে ৩ উইকেট নেন এই প্রোটিয়া পেসার। রান-আউট হওয়ার আগে ১৫ বলে ২৯ রানের ক্যামিও খেলে দলকে সম্মানজনক স্কোর এনে দেন শুভাগত হোম। ঢাকার টপ অর্ডার গুটিয়ে দেওয়া রবি ফ্রাইলিংক নেন ১৯ রানে ২ উইকেট। আবু জায়েদও ২ উইকেট নিয়েছেন।

এসএইচ/